×
ব্রেকিং নিউজ :
জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ॥ জুজুৎসুর সাধারণ সম্পাদক রফিকুলসহ ২ জন গ্রেফতার বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া পৌরভার ১২ টি ওয়ার্ডকে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনা হচ্ছে।বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা জনান- জেলায় ছিনতাই, হত্যা, সন্ত্রাসী কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার জন্য পৌরসভা ১২ টি ওয়ার্ডের কাউন্সিলরদের সিসি কামেরার জন্য ৩ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে। সব মিলয়ে ৫০ লাখ টাকা ব্যায়ে ১২ টি ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের জন্য ২০ ক্যামেরা বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া কাউন্সিলররা নিজ অর্থায়নে প্রায় ৩০ থেকে ৫০ টা করে ক্যামেরা স্থাপন করছেন।
তিনি জানান- শহরে সন্ত্রাসীদের চিহ্নিত করতেই এই পৌরসভা নিজ অর্থায়নে এই ব্যাবস্থা নিয়েছে। বগুড়া শহরের ১০ নাম্বার ওয়র্ডের কাউন্সিলর আরিফুর রহমান জানান, তার নিজ অর্থায়নে ৬৪ টি সিসি ক্যামেরা বিভিন্ন বিদ্যুতের খুটির সাথে স্থাপনের কাজ প্রায় শেষ করেছেন। অন্যান্য কাউন্সিলররাও পৌরসভার অর্থায়নের বাইরে নিজ উদ্যেগে সিসি ক্যামেরা স্থাপন করছেন।
১১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সিপার আল বখতিয়ার জানান, তিনি পৌর অর্থায়নে ও তার নিজস্বা অর্থায়নে মোট ৩২ টি সিসি ক্যামেরা লাগানোর কাজ শেষ করেছেন। এভাবে প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর তারা নিজ খরচে সিসি ক্যামেরা লাগিছেন।
জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এই উদ্যোকে স্বাগত জানিয়ে বলেছেন, শহরের সাতমাথা এলাকাকে সার্বক্ষণিক সিসি ক্যামেরা মাধ্যমে বিশেষ নজরদারী রাখা হবে। এছাড়া ১২ টি ওয়ার্ডের মধ্যে যে সব ওয়ার্ডে সন্ত্রাসী কার্যক্রম বেশি সে গুলোতেও নজরদারী রাখা হবে। তিনি বলেন, এই ক্যামেরার জন্য পুলিশ একটি কন্ট্রোল রুম স্থাপন করা হবে। ক্যামেরাগুলো দিয়ে নজরদারীর ব্যবস্থা রাখা হবে। এর ফলে সন্ত্রাসদের গতিবিধি সহজে শনাক্ত করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat