×
ব্রেকিং নিউজ :
প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন : বছরে সাশ্রয় হবে ৫০০ কোটি টাকা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রেলওয়ের জন্য ২০০ টি ব্রডগেজ যাত্রবাহী বগি সংগ্রহে চুক্তি স্বাক্ষর স্নাতক স্তরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরামর্শ ইউজিসি’র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা, ২০২৪-এর খসড়া অনুমোদন বঙ্গবন্ধুর সমাধিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের শ্রদ্ধা নিবেদন বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বাড়ানো হবে : পরিবেশ মন্ত্রী বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার দাবি করেছে ইআরএফ
  • প্রকাশিত : ২০২২-০১-০৪
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের বীজ বপন করেছিলেন। তাঁর সংগঠন হলো ছাত্রলীগ। এই সংগঠন হচ্ছে বাংলাদেশ তৈরির ইতিহাস, এগিয়ে যাওয়া দেশের ইতিহাস। 
আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.মো: শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল ও ডেন্টাল কলেজসমূহের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। 
উপাচার্য আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং স্বাধীন বাংলাদেশের ব্যাপক উন্নতি ও অগ্রগতিতে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তবে মনে রাখতে হবে, স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় রয়েছে ও হুমকি দিচ্ছে। প্রয়োজনে ছাত্রলীগকে এবং স্বাধীনতার স্বপক্ষ সকল শক্তিকে রাজপথে থেকেই চিন্তা চেতনায় ও পাকিস্তানি ধ্যান ধারণায় বিশ্বাসী, স্বাধীনতা বিরোধীদেরকে অবশ্যই মোকাবিলা করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। 
এর আগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ক্যাম্পাসে একটি র‌্যালি বের হয়। 
আলোচনা সভায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো: হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. মো: জুলফিকার রহমান খান, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ডা. জামাল উদ্দিন খলিফা, অধ্যাপক ডা. উত্তম বড়–য়া, অধ্যাপক ডা. তৌহিদ মোঃ সাইফুল হোসেন দিপু, ডা. তারেক মেহেদী পারভেজ, ডা. তারেক মাহমুদ হোসেন, ডা. ইন্দ্রজিৎ কুমার কুন্ডু, ডা. মোঃ ফারুক হোসেন, ডা. হেলাল উদ্দিন, ডা. পবিত্র কুমার দেবনাথ, ডা. ফরহাদ আলী খান, ডা. নাজির উদ্দিন মোল্লাহ, ডা. চিত্তরঞ্জন দাস, ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, ডা. বশির আহমেদ জয়, ডা. সমরেশ চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।  
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ছাত্রলীগে হাইব্রিড নেতাদের প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat