×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২২-০১-১৫
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে,গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় মৃত ২ জনই সিলেট জেলার বাসিন্দা। ওই সময় ৮২১ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার শতকরা ১০ দশমিক ৭২ ভাগ। যা আগের দিন ছিল ৮ দশমিক ৮৬ ভাগ। করোনায় আক্রান্ত ৮৮ জনের মধ্যে সিলেট জেলার ৭৯ জন ও হবিগঞ্জ জেলায় ৯ জন রয়েছেন। এসময় সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কেউ আক্রান্ত হননি। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী চলতি মাসের শুরু অর্থাৎ ১ জানুয়ারি সিলেট বিভাগে করোনায় সংক্রমণের হার ছিল উর্ধমুখী। এদিন শনাক্তের হার ছিল ১.৩১ ভাগ, ২ জানুয়ারি ০.৪২, ৩ জানুয়ারি ১.২০, ৪ জানুয়ারি ১.৫২ ভাগ। এর পর ৬ জানুয়ারি ২.৮৮ ভাগ, ৭ জানুয়ারি ১.৬১ ভাগ, ৮ জানুয়ারি ৩.০৯ ভাগ, ৯ জানুয়ারি ২.৮৫ ভাগ,১০ জানুয়ারি ৪.৮০ ভাগ ও ১১ জানুয়ারি ৪.১০ ভাগ,১২ জানুয়ারি ৫.১৭ ভাগ,১৩ জানুয়ারি ৬.৬২ ভাগ,১৪ জানুয়ারি ৮.৮৬ ভাগ ও আজ ১৫ জানুয়ারি সর্বোচ্চ সংক্রমিত হচ্ছে ১০.৭২ ভাগ। প্রতিদিনই সংক্রমনের হার বাড়তেই আছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। এনিয়ে হাসপাতালে মোট চিকিৎসারত আছেন ২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২০ জন, সুনামগঞ্জ ৩, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট রোগীর সংখ্যা ৫৫ হাজার ৫৪৪ জন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫০ হাজার ১০৮ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরন করছেন ১ হাজার ১৮৫ জন। এদিকে করোনা সংক্রমন রোধে সারা দেশের মতো সিলেট বিভাগজুড়ে সরকারের নির্দেশনানুযায়ী সব ধরনের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat