×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১২
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে তেল ও চিনির মূল্য কমেছে। গত দু’দিনে সয়াবিন তেল ও পাম তেল মণপ্রতি পাঁচশ’ থেকে ছয়শ’ টাকা এবং চিনি মণপ্রতি একশ’ টাকা কমেছে। ডাল ছোলার দাম স্থিতিশীল রয়েছে।
খাতুনগঞ্জের পাইকারি বাজারে আজ খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ মার্চ সয়াবিন তেল বিক্রি হয়েছে মণপ্রতি ৬ হাজার ১৫০ টাকায়, পাম তেল ৫ হাজার ৯০০ টাকায় গতকাল সয়াবিন তেল বিক্রি হয়েছে ৫ হাজার ৫৫০ টাকায় আর পাম তেল ৫ হাজার ২০০ টাকায়। চিনির মূল্যও একই সময়ের ব্যবধানে মণপ্রতি ১০০ টাকা কমেছে।
খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়শনের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমেদ আজ জানান, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ ও ভোজ্যতেলের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণায় বাজারে দাম কমতে শুরু করেছে। সয়াবিন ও পাম তেল চার-পাঁচ দিনের ব্যবধানে মণপ্রতি ৬শ’ টাকা পর্যন্ত কমেছে। এটি সরকারের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের সুফল উল্লেখ করে তিনি বলেন, বাজারের সরকারের নিয়মিত মনিটরিং প্রয়োজন। কিন্তু ব্যবসায়ীরা আতংকে থাকেন এমন সিদ্ধান্ত কোনো অবস্থাতেই নেয়া যুক্তিযুক্ত হবে না। কেননা এতে করে ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দিতে পারে। এখন আমাদের প্রয়োজন আন্তর্জাতিক বাজার যেখানে দামে সুবিধা পাওয়া যায় সেখান থেকে তেল, চিনি আমদানি করা।’
সগির আহমেদ বলেন, সব ধরনের ডাল ও ছোলার দাম বাড়েনি। এসব পণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat