×
ব্রেকিং নিউজ :
বিএনপি যে কখন তাবিজ-দোয়ার ওপর ভর করে সেটিই প্রশ্ন : পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ চালু করা হয়েছে : কৃষিমন্ত্রী গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ১ম ব্যাচে শতভাগ পাশ রুশ হামলার পর ইউক্রেনের খারখিভ এলাকা থেকে ৪ সহস্রা ধিক বাসিন্দা অপসারণ ফেনীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৫০ জন সুনামগঞ্জে পান্ডারখাল বাঁধ নির্মাণের সুবর্ণজয়ন্তী উদযাপন গণমাধ্যম কর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেয়া শুরু : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিনিধি দল শিক্ষার্থীদের মেধা বিকাশে মুখস্ত শিক্ষার ওপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে : প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২২
  • ৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আপহরন মামলার আসামী মোঃ রাসেল রানা (২৫)কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রাসেল গং প্রশাসনের পরিচয় দিয়ে মোঃ মনিরুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে অপহরণ করে। পরে মনিরুলের পিতার নিকট প্রশাসনের লোক পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা দাবী করে রাসেল গং। মনিরুলের পিতা আব্দুর রহিম উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে সেই সাথে অপহরণকারীর হোতা রাসেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হলে বাকীরা পালিয়ে যায়।
এ বিষয়ে মনিরুলের পিতা মোঃ আব্দুর রহিম, শনিবার রাতে উল্লাপাড়া মডেল থানায় রাসেল রানা সহ ৫ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন ।
মামলা সূত্রে জানা যায়- উল্লাপাড়া উপজেলা পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলাম শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার বাড়ির পার্শ্বে বসে মোবাইল ফোনে গেম খেলতে ছিল। এ সময় রাসেল রানা সহ অপহরণ কারীর একটি দল ঘটনা স্থলে এসে মনিরুলের হাত-পা ও মুখ বেধে মটর সাইকেল যোগে তুলে আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখান থেকে মনিরুলের মোবাইল ফোন দিয়ে আব্দুর রহমানকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ অবস্থায় আব্দুর রহিম বিষয়টি উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির এর কাছে সহযোগিতা চান। পরে আব্দুর রহিম অপহরণকারীদের সাথে যোগাযোগ করলে পূর্বসাতবাড়িয়া ব্রীজের নিচে যেতে বলে। ওসি হুমায়ন কবির এর পরিকল্পনা অনুযায়ী ২১ মে/২০২২ইং রাত ২ টা ৫০ মিনিটে তিনি তার পুলিশ বাহিনীর সদস্যসহ পূর্বসাতবাড়িয়া ব্রীজের দু পাশ ঘিরে ফেলে এবং আব্দুর রহমানকে ব্রীজের নীচে অগ্রসর হতে বলে। আব্দুর রহমান অপহরণ কারীদের সাথে ফোনে কথা বললে ব্রীজের নীচে আসতে বলে। এ সময় অপহরণ কারীর এক সদস্য ব্রীজের নীচে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে, অপর অপহরণ কারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ব্রীজের উপর থেকে হাত-পা বাধা অবস্থায় মোঃ মনিরুল ইসলামকে উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গ্রেফতার কৃত অপহরণ কারীর মোঃ রাসেল রানা উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের মৃত রফিকুল ইসলাম এর ছেলে বলে জানান।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান অপহরণ কারীর এক সদস্য মোঃ রাসেল রানাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসা বাদের পর তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat