×
ব্রেকিং নিউজ :
মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও সাড়াদানে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী বারি পরিদর্শনে চীনের আনহুই একাডেমি প্রতিনিধি দল থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির বর্তমান সরকারের আমলে কোন শিশুই অবহেলিত থাকবে না: ডেপুটি স্পিকার কাল হজ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর বাংলাদেশ-আমিরাত অর্থনৈতিক, উন্নয়ন সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ রোহিঙ্গা প্রত্যাবাসন ও বৈশ্বিক অভিবাসন চ্যালেঞ্জ মোকাবেলায় আইওএম’র কার্যকর ভূমিকা আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী মানুষের কাছে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে টিসিবি কাজ করছে : বাণিজ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির কাছে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন ‘স্মার্ট এনআইডি’ হস্তান্তর ইসি’র মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে নিরপেক্ষভাবে সেবা প্রদান করুন : আইজিপি
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর ২টার দিকে রাজধানীর মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, রবিউল ইসলাম রুবেল (৪৫) ও জুবায়ের।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিকেল ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম রুবেল মারা যান। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি মিরপুর ১৪ নম্বরে থাকতেন ।
আহত অবস্থায় জুবায়েরকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । জুবায়েরের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।
শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, দুপুর ২টার দিকে মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় কিরণমালা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালকসহ মোট ১০ জন আহত হন। তাদের রাজধানীর পঙ্গু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোহরাওয়ার্দী হাসপাতালে আহত জুবায়ের মারা গেছেন। রুবেল মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের বেড়িবাঁধ এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিশ্বজিৎ জানান, বাসটি ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা লেগুনাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat