×
ব্রেকিং নিউজ :
স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক সরকারি পাটকল নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে: পাটমন্ত্রী দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি সুষম অর্থনৈতিক উন্নয়ন ছাড়া অভ্যন্তরীণ মাইগ্রেশন ঠেকানো সম্ভব নয় : স্থানীয় সরকার মন্ত্রী তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব পশুর প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে
  • প্রকাশিত : ২০২২-১১-০৫
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এবার এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৩০৪টি কলেজের ৬৭ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ডটি।
সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ এতথ্য নিশ্চিত করে জানান, পরীক্ষা নির্বিঘেœ সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সমন্বয় সভা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথেও বৈঠক করা হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের অধীনে ৩০৪টি কলেজের ৬৭ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে ছাত্রসংখ্যা ২৯ হাজার ৭৫ জন এবং ছাত্রী ৩৮ হাজার ২৮৯ জন।
এবার মানবিক বিভাগ বিভাগ থেকে ৪৫ হাজার ২৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী সংখ্যা ১২ হাজার ২৪৫ জন। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে আছে সিলেট জেলা। এখানে ২৯ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশ নেবে। মৌলভীবাজারে পরীক্ষার্থী সংখ্যা ১৩ হাজার ৮২৪, সুনামগঞ্জে ১২ হাজার ৩৬৯ এবং হবিগঞ্জে ১১ হাজার ৭৮৪ জন।
এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৮৬টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। এরমধ্যে সিলেট জেলায় কেন্দ্রসংখ্যা ৩৩টি, সুনামগঞ্জে ২১টি, মৌলভীবাজারে ১৪টি এবং হবিগঞ্জে ১৮টি কেন্দ্র রয়েছে।
গতবারের চেয়ে এবার এই শিক্ষাবোর্ডের পরীক্ষায় পরীক্ষার্থী কমেছে ৬৩৪ জন। গতবারের চেয়ে এবার কলেজসংখ্যা ৫টি এবং কেন্দ্রসংখ্যা ১টি বেড়েছে।
এদিকে এবারে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সিলেট মহানগর ও স্ব স্ব জেলা ও পুলিশ প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে পরীক্ষার দিনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রগুলোর আশপাশ এলাকায় জনসাধারণের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat