×
ব্রেকিং নিউজ :
বিএনপি যে কখন তাবিজ-দোয়ার ওপর ভর করে সেটিই প্রশ্ন : পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ চালু করা হয়েছে : কৃষিমন্ত্রী গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ১ম ব্যাচে শতভাগ পাশ রুশ হামলার পর ইউক্রেনের খারখিভ এলাকা থেকে ৪ সহস্রা ধিক বাসিন্দা অপসারণ ফেনীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৫০ জন সুনামগঞ্জে পান্ডারখাল বাঁধ নির্মাণের সুবর্ণজয়ন্তী উদযাপন গণমাধ্যম কর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেয়া শুরু : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিনিধি দল শিক্ষার্থীদের মেধা বিকাশে মুখস্ত শিক্ষার ওপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে : প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৫
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পেসার এডাম মিলনের বোলিং ও ওপেনার টিম সেইফার্টের ঝড়ো ইনিংসের সুবাদে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো স্বাগতিক নিউজিল্যান্ড।
আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৯ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। এই  জয়ে সিরিজে ১-১ সমতায়  ফিরলো সফরকারী নিউজিল্যান্ড।  অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি সুপার ওভারে জিতেছিলো শ্রীলংকা। মিলনে ৫ উইকেট নেন এবং সেইফার্ট ৪৩ বলে অপরাজিত ৭৯ রান করেন।
ডুনেডিনে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাট হাতে নেমে ২৯ রানের মধ্যে ২ ওপেনারকে হারায় শ্রীলংকা। ওপেনার পাথুম নিশাঙ্কাকে ৯ রানে শিকার করেন মিলনে।
তৃতীয় উইকেটে ৪৬ বলে ৬২ রানের জুটি গড়ে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরান কুশল পেরেরা ও ধনাঞ্জয়া ডি সিলভা। ৩৫ রান করা পেরেরাকে শিকার করে জুটি ভাঙ্গেন মিলনে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে স্পিনার রাচিন রবীন্দ্রর শিকার হন ডি সিলভা। ৯৯ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা।
একপ্রান্ত আগলে চারিথ আসালঙ্কা লড়াই করলেও অন্যপ্রান্ত দিয়ে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। লংকানদের ইনিংসের শেষ দিকে আরও ৩ ব্যাটারকে শিকার করে ম্যাচে ২৬ রানে ৫ উইকেট নেন মিলনে। ৩৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট নিলেন তিনি । আগের ম্যাচের হিরো আসালঙ্কার ব্যাট থেকে আসে ২৪ রান।
১৪২ রানের টার্গেটে মারমুখী ব্যাটিং শুরু করেন নিউজিল্যান্ডের ওপেনার চাঁদ বোয়েস। উদ্বোধনী জুটিতে ৪০ রানের মধ্যে ৭টি চারে ১৫ বলে ৩১ রান করে আউট হন বোয়েস।
বোয়েস ফেরার পর ব্যাট হাতে ঝড় তুলেন সেইফার্ট। ৩০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে নেন  তিনি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক টম লাথামকে নিয়ে ৬৮ বলে অবিচ্ছিন্ন ১০৬ রান যোগ করে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন সেইফার্ট।
৩টি চার ও ৬টি ছক্কায় ৪৩ বলে অপরাজিত ৭৯ রান করেন সেইফার্ট। ৩০ বলে অনবদ্য ২০ রান করেন লাথাম। ম্যাচ সেরা হন মিলনে।
আগামী ৮ এপ্রিল কুইন্সটাউনে সিরিজ নির্ধারনী টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat