×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল ৩০ এপ্রিল থেকে ২০২৩ সনের এসএসসি পরীক্ষা শুরু হবে। এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলার ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ হাজার ৪৬৫ জন এবং মহিলা ১ লাখ ৭ হাজার ৬৪১ জন। বিভাগওয়ারি অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ৯৮৭ জন, মানবিক বিভাগে ৬৫ হাজার ৬৭২ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৬০ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
২০২৩ সনের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে এসএসসি পরীক্ষার উপকরণসমূহ প্রেরণ করা হয়েছে। করোনার পর এবার পূর্ণ নম্বরে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য গত ২৬ এপ্রিল থেকে দেশের সবস্থানে কোচিং সেন্টার আগামী ২৩ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
এই শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর ও ব্রাহ্মণবাড়ীয়া জেলায় মোট ১ হাজার ৭৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৭২ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অনুষ্ঠিত হবে।
গত ১১ এপ্রিল হতে ১৩ এপ্রিল পর্যন্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের ২৭২টি কেন্দ্রের সচিবদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরণ সভায় পরীক্ষার নিয়মাবলী মোতাবেক নকলমুক্ত সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের বলেন ২০২৩ সনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান- পরীক্ষা অনুষ্ঠানের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
২০২৩ সনের এসএসসি পরীক্ষা প্রথম দিনের সকাল বেলায় বাংলা ১মপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা আগামী ২৩ মে সর্বমোট ২৫টি বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা এবং ২৪ মে হতে ৩০ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat