×
ব্রেকিং নিউজ :
রুশ অগ্রযাত্রার মধ্যেই পূর্ব দোনেৎস্কে ভারী হামলা প্রতিহত করছে ইউক্রেন মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনার জন্যে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আইপিএল: চেন্নাইয়ের বড় জয়ের ম্যাচে উইকেট শিকার তালিকার শীর্ষে ফিরলেন মুস্তাফিজ গানে সরকারের সমালোচনা করায় ইরানি র‌্যাপারের মৃত্যুদণ্ড সিরাজগঞ্জের উল্লাপড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত রাজস্ব আয় বাড়াতে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন জরুরি শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত
  • প্রকাশিত : ২০২৩-০৬-২০
  • ৪৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে আজ আষাঢ়ের শুরুতে দ্বিতীয়া তিথিতে প্রতিবছরের মতো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হয়েছে।
জেলা সংবাদদাতাদের পাঠানো সংবাদে জানা যায়-
টাঙ্গাইল: মঙ্গলবার সন্ধ্যায় জেলার মধুপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এসময় তিনি মধুপুরের নিত্যানন্দ সেবা আশ্রম পরিদর্শন করে। রথযাত্রা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার সেবা আশ্রম থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম, মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান মহির উদ্দিন, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর মান্নান প্রমুখ।
বান্দরবান: রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকেল ৩টায় শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি নিখিল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর, রথযাত্রা উদযাপন কমিটি এর সভাপতি কানু দাশসহ সনাতনী সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এসময় বেলুন উড়িয়ে রথযাত্রা এর শুভ উদ্বোধন করেন অতিথিরা।পরে সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে থেকে রথ টেনে বালাঘাটা শ্রী শ্রী রক্ষাকালি মন্দিরে নিয়ে যায় এবং আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।
কুমিল্লা: ইসকনের উদ্যোগে ৮দিনব্যাপী নানান অনুষ্ঠানাদির মাধ্যমে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। বিকেলে ঐতিহ্যবাহী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানি উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান, ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সভাপতি সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এডভোকেট তপন বিহারী নাগ, স্বপন কুমার ঘোষ, ডা. পরিমল চন্দ্র দেবনাথ। রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানের পর শ্রী জগন্নাথ দেবের মন্দির হতে হাজারো পূজারীবৃন্দ শ্রীজগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবীর রথ টেনে দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ঠাকুরপাড়াস্থ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।
হবিগঞ্জ: বিকেলে জেলা শহরের বগলা বাজার ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। রথযাত্রায় অংশ নেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, প্রমথ চৌধুরী ও ইসকন অধ্যক্ষ উদয় গৌড় ব্রক্ষচারী। এদিকে বাহুবল উপজেলার জয়পুরে অবস্থিত শচী অঙ্গন ধামের উদ্যোগেও উৎসব মুখর পরিবেশে জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি: শ্রী শ্রী রাধা-বঙ্কুবিহারী মন্দির (ইসকন)-এর উদ্যেগে রথযাত্রা উৎসবের সূচনা হয়। বিকেলে মন্দির প্রাঙ্গন থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ করে। বিকেল ৪টায় জেলা শহরস্থ মুক্তমঞ্চ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অমৃত লাল ত্রিপুরা'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক  নাজমুন আরা নাহার,অতিরিক্ত পুলিশ সুপার মো.  তফিকুল ইসলামসহ ইসকন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া শহরের খাগড়াপুর জগন্নাথ মন্দির,জিরোমাইল জগন্নাথ মন্দিরসহ আরো বেশ কটি মন্দির থেকে জগন্নাথ দেবকে নিয়ে আরো চারটি রথ বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
নীলফামারী: বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কেন্দ্রীয় শিব মন্দির চত্বরে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় কেন্দ্রীয় শিব মন্দির কমিটির সভাপতি তিমির কুমার বর্ম্মনের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, আইনজীবী অসিত কুমার ধর প্রমুখ। পরে ভক্তরা রথ নিয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মিলন পল্লী দূর্গা মন্দিরে যান। অপর দিকে একই সময়ে শহরের গাছবাড়ি ইসকন মন্দির থেকে পৃথক রথযাত্রা বের করে ইস্কন। সেখানে রথযাত্রার উদ্বোধন করেন- জেলা জজ আদালতের পিপি ও কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অক্ষয় কুমার রায়। ইসকন মন্দিরের সভাপতি শ্রীমান ভক্তনাথ গৌরাঙ্গ দাস ব্রক্ষ্মচারী সভাপতিত্বে বক্তৃতা করেন-  জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকারাম রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায়, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী প্রমুখ। রথযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে শহরের কালী মন্দির চত্বরে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat