×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করবে সিএমপি ও চসিক চাঁদপুরের চরাঞ্চলের নির্বাচনী এলাকায় কোস্টগার্ডের মহড়া জয়পুরহাটে ভ্যান চালক আবু সালাম হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড নওগাঁর ৩টি উপজেলার নির্বাচন আগামীকাল গাজার দিকে রাফাহ ক্রসিং-এ ‘অপারেশনাল কন্ট্রোল’ নিয়েছে ইসরায়েল বাহিনী মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও সাড়াদানে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী বারি পরিদর্শনে চীনের আনহুই একাডেমি প্রতিনিধি দল থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির বর্তমান সরকারের আমলে কোন শিশুই অবহেলিত থাকবে না: ডেপুটি স্পিকার কাল হজ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৫৭০৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর জেলায়  সদ্য সমাপ্ত অর্থ বছরে ১ লক্ষ ১৫ হাজার ৫শত ২০ জন নারী, পুরুষ ও শিক্ষার্থীকে সামাজিক সুরক্ষা কার্যক্রমের মাসিক ভাতা এবং শিক্ষা উপবৃত্তির ৭৮ কোটি ৮৩ লক্ষ ৯৬ হাজার ৬শত টাকা প্রদান করা হয়েছে।
১৯৯৬- ২০০১ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এসব ভাতা প্রদান কার্যক্রম শুরু করায় দুস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুবিধাবঞ্চিত ও সমস্যাগ্রস্থ পশ্চাৎপদ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে বলে জানা গেছে। পিরোজপুরে গত ২০২২-২০২৩ অর্থ বছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ছিল ৬১ হাজার ৪শত ৯১ জন এবং এদের প্রত্যেককে মাসিক ৫শত টাকা করে প্রদান করায় ব্যয় হয়েছে ৩৬ কোটি ৮৯ লক্ষ ৪৬ হাজার টাকা। চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে এ ভাতাভোগীর সংখ্যা এবং টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বলে সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক ইকবাল কবীর জানান, বয়স্কদের মাসিক ভাতার পরিমাণ ৬শত টাকায় উন্নীত করা হয়েছে। অনুরূপভাবে এজেলায় বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগীর সংখ্যা ছিল ২৯ হাজার ৭শত ৪১ জন এবং প্রতিজনকে মাসিক ৫শত টাকা করে প্রদান করায় ব্যয় হয়েছে ১৭ কোটি ৮৪ লক্ষ ৪৬ হাজার টাকা। চলতি বছরে এ মাসিক ভাতা ৫শত ৫০ টাকায় উন্নীত করা হয়েছে। জেলায় ২১ হাজার ৫শত ১৯ জন প্রতিবন্ধীকে প্রতি মাসে ৮শত ৫০ টাকা করে ভাতা প্রদান করা হয়েছে এবং এখাতে ব্যয় হয়েছে ২১ কোটি ৯৪ লক্ষ ৯৩ হাজার ৮শত টাকা। বেদে সম্প্রদায়ের ২২ জনকে ৫শত টাকা করে ১ লক্ষ ৩২ হাজার টাকা এবং ১৬ জন হিজড়াকে ৬শত টাকা করে ১ লক্ষ ১৫ হাজার ২শত টাকা প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চতর শ্রেণী বিভাজন করে ৯শত ১২ জনকে শিক্ষাভাতা দেয়া হয়েছে ৮৪ লক্ষ ৪৩ হাজার ২শত টাকা। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১ হাজার ২শত ৬৪ জনকে ৫শত টাকা করে ৭৫ লক্ষ ৮৪ হাজার টাকা এবং উপ-বৃত্তি প্রাপ্ত ৫শত ৩৭ জন শিক্ষার্থীদের ৫০ লক্ষ ৮৫ হাজার ৬শত টাকা এবং বেদে জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ১৮ জনকে ১ লক্ষ ৫১ হাজার ২শত টাকা প্রদান করা হয়েছে। পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি শফিউল হক মিঠু বলেন সামাজিক সুরক্ষা কার্যক্রমসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম, দারিদ্র ও অতি দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পিরোজপুরে দরিদ্র ও অতিদারিদ্রের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat