×
ব্রেকিং নিউজ :
জাতির পিতার সমাধিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর শ্রদ্ধা সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী মৃত্যুদন্ডাদেশ চূড়ান্তের আগে বন্দীকে কনডেম সেলে রাখা যাবে না : হাইকোর্ট রায় প্রতিরক্ষা মন্ত্রী শোইগুকে সরিয়ে দিলেন পুতিন জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী স্বপ্নজয়ী মা সম্মাননা পেলেন ১১ জন আজারবাইজানের সাথে ভূমি চুক্তির বিরোধিতা করা ১৫১ জন বিক্ষোভকারীকে আটক করেছে আর্মেনিয়া পুলিশ আমিরাত গ্রুপ বার্ষিক ৫.১ বিলিয়ন ডলার মুনাফা করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে : স্পিকার হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ৩৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় আজ তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার বিকেল ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার  ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 
ডালিয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ছয় টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এরপর সকাল নয়টায় ১২ সেন্টিমিটার এবং বেলা ১২টায় পাঁচ সেন্টিমিটার ওপ দিয়ে প্রবাহিত হয়। বিকেল তিনটায় আরও পানি কমে তিন সেন্টিমিটার এবং সন্ধ্যায় ছয়টায় ১৫ সেন্টিমিটার নিচে নামে। নদীর পানি বিপৎসীমার নিচে নামায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়।
গত বৃহস্পতিবার ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। সেদিন সকাল ছয়টায় ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি বাড়তে থাকলে সন্ধ্যা ছয়টায় ৩৫ সেন্টিমিটার  এবং শুক্রবার সকাল ছয়টায় ৪০ সেন্টিমিটার ওপরে ওঠে। এরপর থেকে পানি কমে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 
তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদী বেষ্টিত ১৫টি চর-গ্রামের পাঁচ সহ¯্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এসব পরিবারের বাড়িঘরে পানি বিরাজ করায় অনেকে উঁচু জায়গায় সরে যান। শনিবার পানি কমায় অন্যত্র আশ্রয় নেওয়া পরিবারগুলো বাড়িতে ফিরতে শুরু করে। 
ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ‘শনিবার তিস্তার পানি কমায় অন্যত্র আশ্রয় নেওয়া পরিবারগুলো নিজ নিজ বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে।’
ডালিয়ায় বাপাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘আজ শনিবার বিকাল তিনটায় পানি কমে বিপৎসীমার তিন সেন্টিমিটার এবং বিকাল ছয়টায় ১৫ সেন্টিমিটার নিচে নামায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রাখা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat