×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৩-০৭-২২
  • ৭০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহই করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গুরোগীদের বেড, ওষুধ, মশারী, চিকিৎসা সেবা দানে বিশেষায়িত চিকিৎসক, নার্স ও এটেনডেন্ট’র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর বিশেষ তদারকিতে অগ্রাধিকার ভিত্তিতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ডা. সিদ্দিকী জানান- জেলার ৯টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড থেকে ডেঙ্গু রোগীর পরীক্ষা ও চিকিৎসা সেবা দান করা হচ্ছে। ডেঙ্গু পরীক্ষার পর চিকিৎসা সেবা গ্রহণকারী প্রায় রোগীই সুস্থ হয়ে ফিরে যান। 
তিনি বলেন, চিকিৎসক এবং স্টাফগণ সতর্কতার সঙ্গে ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবাদানে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। 
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে জেলা সদর হাসপাতাল এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat