×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জের উল্লাপড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত রাজস্ব আয় বাড়াতে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন জরুরি শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত কুড়িগ্রামে আইনগত সহায়তা দিবস ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত জমজ শিশুর অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আগামীকাল দেশে ফিরবেন শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে : স্পিকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ১০২১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি মুক্তি পাওয়া ‘জারা হাতকে জারা বাঁচকে’ সিনেমায় সারা আলী খানের অভিনয় দর্মকমহলে বেশ প্রশংসিত হয়। পাশাপাশি বক্স অফিসেও সিনেমাটি দারুণ প্রভাব ফেলে। এর আগে সারার অভিনয় নিয়ে যারা নেতিবাচক আলোচনা করেছেন তারাও সারা বন্দনা করেন। তবে সেই রেশ কাটতে না কাটতেই আবারও ট্রলের শিকার হলেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি ম্যাগাজিনের কাভার গার্ল হয়ে হাজির হন সারা। যেখানে তার পোশাক এবং পোজ মন জয় করতে পারেনি নেটিজেনদের। ছবিটি প্রকাশ পেতেই নেচিবাচক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। একজন মন্তব্য করেছেন, ‘যখন শিক্ষক শাস্তি দেন এবং হাত ওপরে তুলতে বলেন, আপনাকে তেমনই লাগছে।’
আরেকজন লিখেছেন, ‘পুরোই জগাখিচুড়ি।’ কেউ আবার ‘সস্তা ফটোশপ’ বলে উড়িয়ে দিয়েছেন।আবার কেউ লিখেছেন, ‘আজকের দিনে এবং বয়সে এমন এক্সপ্রেশন, ব্যাকগ্রাউন্ড! কীভাবে সম্ভব? এটা কী দেখালেন?’
তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার নিজের পোশাক, স্টাইল ও অভিনয় নিয়ে ট্রলের শিকার হতে দেখা গেছে তাকে। যদিও বিষয়টি নিয়ে কখনোই বিচলিত হননি সারা। তিনি বলেন, ‘আমি কখনোই বিখ্যাত সেলিব্রেটির মতো চলতে চাই না। এমনকি তাদের মতো একাধিক দামি পোশাকও আমার নেই। আমি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করার চেষ্টা করি।’
সারা আরও বলেন, ‘আমি সব ধরনের সমালোচনাকেই পছন্দ করি এবং সমালোচকদের প্রশংসা করি। কারণ আমি দর্শকদের জন্যই কাজ করি। তাদের কোনো কাজ পছন্দ না হলে সমালোচনা করবেন এটাই স্বাভাবিক। তবে ভালো কাজের চেষ্টা করা আমার কর্তব্য। তাছাড়া আমি এমন পরিবেশে বড় হয়েছি যেখানে বাহ্যিক বিষয়গুলো মুখ্য নয়। তাই কে কী বললো তা নিয়ে কখনোই বিচলিত হই না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat