×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৬৭৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আগামীকাল। আজ জেলায় এক সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান সূচি শুরু হয়েছে। 
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমির সহযোগিতায়  বেলা ১১ টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও দুপুর ১২ টায় কুইজ  প্রতিযোগিতা শহরের  জেলা শিশু একাডেমির কার্যালয়ে  অনুষ্ঠিত হয়েছে ।
গোপালগঞ্জ জেলা  শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক  অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, চিত্রাংকন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় ।এ বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত। ‘খ’ বিভাগে ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় । ‘খ’ বিভাগে চিত্রাকনের বিষয় ছিল ‘বঙ্গমাতার জন্মভূমি’।‘গ’ বিভাগে চিত্রাকনের বিষয় ছিল ‘বঙ্গমাতার প্রতিকৃতি’।
ওই কর্মকর্তা আরো জানান, এরপর দুপুর ১২ টায় ‘ক’ ও ‘খ’ বিভাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ‘ক’ বিভাগে ৫ থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থী ও ‘খ’ বিভাগে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।কুইজের বিষয় ছিল ‘বঙ্গমাতা ও বঙ্গবন্ধু’। চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগি অংশ নেন। জেলা প্রশাসন  গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে-আগামীকাল ৮ আগস্ট সকাল ১০টায় গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রাতিষ্ঠানে বঙ্গমাতার প্রতিকৃতিতে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন। 
সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতার  জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১ টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেসিন বিতরণ করা হবে। বাদ যোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদ, কেন্দ্র্রীয় সার্বজনীন কালিবাড়িসহ জেলার অন্যান্য মসজিদ, মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। 
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আজ সোমবার বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানসূচি শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সেলাই মেসিন বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মসজিদ, মন্দির, উপসনালয়ে প্রার্থনার মধ্য দিয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী তাঁর নিজ জেলা গোপালগঞ্জে উদযাপিত হচ্ছে।
উল্লেখ্য, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ১৯৩০ সালের ৮ আগস্ট  গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারে  জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল রেনু। তাঁর পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat