×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জের উল্লাপড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত রাজস্ব আয় বাড়াতে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন জরুরি শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত কুড়িগ্রামে আইনগত সহায়তা দিবস ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত জমজ শিশুর অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আগামীকাল দেশে ফিরবেন শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে : স্পিকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৬৭৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় আজ জেলা তথ্য অফিসের উদ্যোগে  এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কর্মসূচির আওতায় উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ নারী সমাবেশের আয়োজন করা হয়। 
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম।
এসময় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, সহকারী তথ্য কর্মকর্তা মো. আ. আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও সেবাসমূহ তুলে ধরেন এবং এসব সেবা গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। বিশেষত শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে মায়েদের প্রতি আহবান জানান। পাশাপাশি কোন ধরণের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান। 
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক- অভিভাবকসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিষয় ভিত্তিক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat