×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় ঝুলন্ত অবস্থায় গৃহবধুর মরদেহ উদ্ধার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কার্যক্রম শুরু জয়পুরহাটে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড গোপালগঞ্জ সদর উপজেলায় ২১২ প্রাণির ভ্যাক্সিনেশন প্রয়োগ ভোলায় ৭ হাজার ৭২৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে উচ্চপর্যায়ের কমিটি হাইকোর্টের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমুহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে : পরিবেশমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন গণপূর্ত মন্ত্রী বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব অস্ট্রিয়ার
  • প্রকাশিত : ২০২৩-১০-১৫
  • ২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপে গতকাল  চির প্রতিদ্বন্দি  পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের সহজ জয়ে বোলারদের প্রশংসা করেছেন ভারতীয় অধিানয়ক রোহিত শর্মা। 
১৯২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রোহিত ৬৩ বলে ছয়টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সহায়তায় ৮৬ রান সংগ্রহ করেছেন। রোহিতে ব্যাটিংয়ে ভর করে ১১৭ বল বাকি থাকতে ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। 
পাকিস্তান এক পর্যায়ে ২ উইকেটে ১৫৫ রান থেকে ১৯১ রানে অল আউট হয়ে যায়।  এ জন্য  বোলারদের ভূমিকাকে সামনে এনে বলেছেন, ‘আরো একবার বোলাররাই আমাদের জয়ে ভিত গড়ে দিয়েছে, এতে কোন সন্দেহ নাই। এটা সত্যিই দারুন প্রচেষ্টা। আমি মনে করিনা এটা ১৯০ রানের উইকেট। এক পর্যায়ে আমরা মনে করেছিলাম পাকিস্তান ২৭০-২৮০ রান তুলতে পারবে। কিন্তু বোলাররা ফিরে এসে নিজেদের দৃঢ়তার প্রমান দিয়েছে। বোলারদের প্রশংসা করতেই হয়।’
ম্যাচ সেরা নির্বাচিত হওয়া  জসপ্রিত বুমরাহ ছাড়াও মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব ও রবিন্দ্র জাদেজা প্রত্যেকেই দুটি করে উইকেট দখল করেছেন। তিন ম্যাচে তিনটিতেই জয় নিশ্চিত করে ১০ জনের টুর্নামেন্টে ভারত বর্তমানে শীর্ষে অবস্থান করছে। দুই জয় ও এক পরাজয়ে পাকিস্তানের অবস্থান চতুর্থ স্থানে। 
রোহিত বরেছেন, ‘বল হাতে  সবাই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছে। বোলারদের নিয়ে আমরা দারুন গৌরবান্বিত। এটা যে কারো দিন হতে পারতো। যেকোন দিনই প্রত্যেকের জন্য একেকটি নতুন দিন। অধিনায়ক হিসেবে কন্ডিশন ভালভাবে বোঝাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে, এমন বোলারদের আমার খুঁজে নিতে হবে। এখনো পর্যন্ত প্রত্যেকেই ভাল খেলছে। আমাদের অবশ্য খুব বেশী স্বস্তিতে থাকলে চলবে না। দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।’
১৯৯২ সালে প্রথমবারের মত বিশ্বকাপের মঞ্চে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হবার পর এ পর্যন্ত আট বারের মোকাবেলায় সবকটিতেই পরাজিত হয়েছে পাকিস্তান। রোহিত বলেন, ‘আমি একটি কথা অনেকবারই বলেছি। এই ধরনের শক্তিশালী  প্রতিপক্ষের সাথে আমরা সবসময়ই খেলতে চাই। এই টুর্ণামেন্টে প্রতিটি দলই মানসম্পন্ন। যেকোন দিন তাদের কাছে আমরাও পরাজিত হতে পারি।’
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক বাবর আজম। ম্যাচ শেষে বাবর স্বীকার করেছেন বোলার ও মিডল অর্ডারের কারনেই তাদের আজ এভাবে হারতে হয়েছে। আজম বলেন, ‘আমরা শুরুটা ভালই করেছিলাম। স্বাভাবিক ভাবেই খেলা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু মিডল অর্ডারে হঠাৎ ধ্বস নামে। আমরা ভালভাবে খেলাটা শেষ করতে পারিনি। এটা আমাদের জন্য মোটেই কোন ভাল সংবাদ নয়। আমরা যেভাবে শুরু করেছি তাতে আমাদের লক্ষ্য ছিল ২৮০-২৯০ রান। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় আমরা বড় রানের টার্গেট দিতে পারিনি।’
আজম আরো বলেছেন ছোট পুঁজি নিয়ে লড়াই করতে হলে শুরুতেই ফাস্ট বোলারদের উইকেট তুলে নেয়া উচিৎ ছিল। ভারত ৪০ বলে ৫০ ও ৮৩ বলে ১০০ রানের কোটা পূরণ করে। ভারতীয় অধিনায়ক রোহিতের প্রশংসা করে আজম বলেছেন, ‘নতুন বলে আমরা মোটেই নিজেদের প্রমান করতে পারিনি। সেটা করতে পারলে ম্যাচের চেহারা ভিন্ন হতে পারতো। রোহিতের ইনিংসটি দুর্দান্ত ছিল।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat