×
ব্রেকিং নিউজ :
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন : মেয়র তাপস ভোলায় মহান মে দিবস পালন রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন চুয়াডাঙ্গায় আজ দুপুরে ৪০.৭ ডিগ্রিতাপমাত্রা রেকর্ড গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮ মিল্টন সমাদ্দার গ্রেপ্তার জাতির পিতার সমাধিতে রাজউক চেয়ারম্যানের শ্রদ্ধা সিলেটের আদালত পাড়ায় ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমেই আওয়ামী লীগের জন্ম : শেখ পরশ
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৪৮৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মাহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার এ ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ৫৩তম টিআরসি ডিসেম্বর- ২০২২ ব্যাচের এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে ৮৮০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল তাদের প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (গ্রেড-১), (অ্যাডমিনিস্ট্রেশন) মোঃ কামরুল আহসান। 
তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। 
এসময় পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর সহ-সভানেত্রী মুনমুন আহসান এবং সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা রোখসানা নুপুর, পিটিসি টাঙ্গাইলের ডেপুটি কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম, পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের পুলিশ সুপার (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ খালেদ, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার টাঙ্গাইল সরকার মোহাম্মদ কায়সারসহ বিভিন্ন সামরিক, বেসামরিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন। 
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
 প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ, ৩০ লক্ষ শহীদ এবং রাজারবাগ পুলিশ লাইন্সে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধে শাহাদাৎ বরণকারী শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 
এ সময় প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সহিত অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া ও  প্রধানমন্ত্রীর "স্মার্ট বাংলাদেশ" বিনির্মানে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং নবীন সদস্যদের মঙ্গল কামনা করে তার বক্তব্য শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat