×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-৩০
  • ৪৫৯৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলা ক্রীড়া কর্মকর্তার প্রতিকী দায়িত্ব পালন করলেন শিশু শিক্ষার্থী রাইসা বিনতে মাসুদ। আজ সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টা জেলা ক্রীড়া কর্মকর্তার কার্যালয়ে ওই দায়িত্ব পালন করেন।
শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা শাখা প্রতিকী এ দায়িত্ব পালনের আয়োজন করে।
প্রতিকী দায়িত্ব পালনে কার্যালয়ে প্রবেশের সঙ্গে তাকে ফুল দিয়ে বরণ করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমসহ দপ্তরটিতে কর্মরতরা। এরপর কর্মকর্তার চেয়ারে বসে সারেন প্রতিকী নানা দাপ্তরিক কাজ। এসময় ইয়েস বাংলাদেশ নীলফামারীর স্বেচ্ছাসেবক নাইমুর রহমান প্রতিকী এ দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন এবং গার্লস টেকওভার সম্পর্কে সকলকে অবগত করেন।
নাইমুর রহমান জানান, এবারের কন্যা শিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেকওভার’ কর্মসূচির অংশে মেয়েদের ক্ষমতা ও সক্ষমতা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন দপ্তর প্রধানের প্রতিকী দায়িত্ব পালন করছে এনসিটিএফ এর শিশুরা। প্রতিকী  এই দায়িত্বের মাধ্যমে মেয়ে শিশুরা সিদ্ধান্ত গ্রহণের আসনে বসতে পারবেন।
দায়িত্ব বসে রাইসা বিনতে মাসুদ বলেন, ‘একজন ক্রীড়াবিদ হওয়ায় এটি আমার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে আমাকে অনুপ্রাণিত করবে। এক ঘন্টার ওই দায়িত্বে ‘সুস্থ দেহ সুস্থ মন, খেলার কোনো বিকল্প নাই’ শ্লোগানে সবার আগে সকল শিশুর জন্য খেলার মাঠ উন্মুক্ত করাকে গুরুত্ব দিয়েছি আমি’।
নীলফামারী সরকারি চালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা একজন আর্চারী খেলোয়ার। জেলার শিশু সংগঠন এনসিটিএফ এর সদস্য সে।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেম বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা আজকে যে স্বপ্ন লালন করবে পরবর্তীতে তারা সেই স্বপ্ন পূরণে কঠোর অধ্যবসায় করবে। এ রকম কর্মসূচিকে সাধুবাদ জানাই’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat