×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৮
  • ৭৬৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন সঠিকভাবেই আছে। কারণ সরকারি দলের এতগুলো এমপি-মন্ত্রীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করেছে। এটা ইতিপূর্বে আর কখনো হয়নি। তাই আমি আশা করছি, প্রধানমন্ত্রী তার দেওয়া কমিটমেন্ট রাখবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবেই হবে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তৈমুর আলম বলেন, জাতীয় পার্টি সরকারি দলের সঙ্গে মহাজোটে আছে। তারা মন্ত্রী পরিষদেও গিয়েছে। তাই তারা বিরোধী দল হতে পাতে না। তৃণমূল বিএনপিই প্রধান বিরোধী দল। আমাদের সঙ্গে ৮-১০টি দল জোটভুক্ত হয়েছে।
তৃণমূল বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা এতো অল্পসময়ে সারাদেশে প্রায় সব আসনে প্রার্থী দিতে পেরেছি। এতে ইউরোপীয়ান ইউনিয়ন আমাদের প্রতি সন্তুষ্ট। আমরাও নির্বাচনের পরিবেশ পরিস্থিতির বিষয়ে তাদেরকে অবগত করেছি।
তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, তৃণমূল বিএনপি সরকারের সঙ্গে কখনোই জোটে যাবে না। নিজেদের জোট নিয়েই তার দল আলাদাভাবে নির্বাচন করবে। সরকার বিরোধী এই মহাজোটের নেতৃত্বে থাকবে তৃণমূল বিএনপি। জোট তৃণমূল বিএনপি নামেই হবে। অন্য কোনো দলের নাম হবে না।
নির্বাচন কমিশনের প্রতি কোনো অভিযোগ না থাকলেও পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তৈমুর। সরকারি দলের এমপি-মন্ত্রীদের পক্ষপাতিত্বসহ নাশকতায় জড়িত নেই বিএনপির এমন সাধারণ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে অভিযোগ তুলে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান তিনি।
তৈমুর বলেন, বিএনপির সবাইতো গাড়িতে আগুন দেয় নাই। যারা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে। তবে যারা এর সঙ্গে জড়িত নেই তাদের হয়রানি বন্ধ করা হোক। প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি করছি।
রাজনৈতিক কারাবন্দিদের জামিন দিলে যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয় সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধও জানান তৃণমূল বিএনপির মহাসচিব। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat