×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৫৬৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁয়ের কারওয়ান বাজার রেললাইন সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরো দুজন দগ্ধ হয়েছেন।
নিহতরা হচ্ছেন- শারমিন ও তার ছেলে। ছেলের নাম জানা যায়নি। তাদের বিস্তারিত পরিচয় জানতে পুলিশ কাজ করছে। মরদেহ দুটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাখা হয়েছে।
দগ্ধরা হলেন- মা নাজম বেগম (২৫) ও ছেলে নজরুল ইসলাম (৪)। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের দু’জনকে উদ্ধার করে স্বজনরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। নাজমা বেগম নারায়ণগঞ্জ আড়াইহাজারের দাসপাড়া ফকির বাড়ি গ্রামের ওমর ফারুকের স্ত্রী।
ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার  বলেন, শুক্রবার রাত ২টা ২৩ মিনিটে কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২টা ২৮ মিনিটে। মোট ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অগ্নিকান্ডের ঘটনায় মোল্লাবাড়ির বস্তির প্রায় দেড় শতাধিক ঘর ভস্মীভূত হয়েছে। এই ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস পাচঁ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
তিনি আরও বলেন, তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তদন্ত কমিটির সভাপতি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব ঢাকা বিভাগের উপ-পরচিালক মো. ছালেহ উদ্দিন।
বাকি তিন সদস্য হলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকার সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক, জোন-১-এর উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, তেজগাঁওয়ে বিএফডিসির পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে। এর কয়েক মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, নাজমা বেগমের শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়েছে, আর নাজমার ছেলে আগুনের ধোয়ায় অসুস্থ হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বলেন, ‘রাতে কারওয়ান বাজারে আগুনের ঘটনায় তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে ১৩টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat