×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৩৪৩৩৬২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগা বন্দরে দেশটির স্বাধীন প্রাকৃতিক গ্যাস উৎপাদক নোভাটেকের টার্মিনালে আগুন লেগেছে। রোববার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন। খবর তাসের।
গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো বলেছেন, ‘উস্ত-লুগা বন্দরে নোভাটেকের টার্মিনালে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সেখানের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এ টার্মিনালে আগুন ছড়িয়ে পড়ায় কিনগিসেপ জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।’
তিনি আরো বলেন, রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এবং স্থানীয় অগ্নিনির্বাপক ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে রয়েছে।
এরআগে মেরিন ট্রাফিক ওয়েবসাইটে বলা হয়, এ সময় পানামা, গ্যাবন, লাইবেরিয়া এবং গ্রীসের জাতীয় পতাকা উড়ানো পাঁচটি জ্বালানি ট্যাঙ্কার উস্ত-লুগা বন্দরের কাছে নোঙর করা ছিল।
নোভাটেকের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, উস্ত-লুগা কমপ্লেক্স হলো একটি গ্যাস কনডেনসেটের অংশবিশেষ এবং ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্স যা বাল্টিক সাগরের উস্ত-লুগা অল-সিজন বন্দরে অবস্থিত।
উস্ত-লুগা কমপ্লেক্স রপ্তানি বাজারে স্থিতিশীল গ্যাস কনডেনসেট ট্রান্সশিপমেন্টের অনুমতি দেয়। কমপ্লেক্সটি ২০১৩ সালে চালু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat