×
ব্রেকিং নিউজ :
প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন তাপপ্রবাহে টুঙ্গিপাড়ায় প্রশান্তির নীড় ‘কৃষক সেড’ দিনাজপুরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয় : গণপূর্ত মন্ত্রী ঢাকা-ব্যাংকক রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শেরেবাংলার অসীম মমত্ববোধ, কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : শেখ হাসিনা
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনার টিকা পেয়ে আনন্দিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। আজ কলেজের ১০৫১ জন এইচএসসি পরীক্ষার্থী পেয়েছে করোনার ফাইজারের টিকা। সকাল ৯টায় পরীক্ষা ভবনে টিকা দান কার্যক্রম অনুষ্ঠিত হয়। তখন থেকেই ভিড় জমে শিক্ষার্থীদের। হাসি মুখে টিকা গ্রহণ করে অনেকেই আড্ডায় মেতে উঠেন কলেজ ক্যাম্পাসে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় কলেজ ক্যাম্পাস।
টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক ইউনুস মিয়া প্রমুখ।
ফারজানা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের জন্য এ বিশেষ ব্যবস্থার আয়োজন করার জন্য কলেজ প্রশাসনকে ও জেলা সিভিল সার্জনকে ধন্যবাদ। আমিসহ আমার প্রায় সকল সহপাঠীরাই টিকা নিয়েছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান জানান, ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ১২৬৫ জন শিক্ষার্থীর মধ্যে আজকের একদিনে টিকা নিয়েছে ১০৫১ জন। এছাড়াও আমাদের শিক্ষার্থীদের ৭০ থেকে ৭৫ জন আমাদের জানিয়েছেন তারা আগেই বিভিন্ন স্থানে টিকা গ্রহণ করেছেন। আমরা আমাদের প্রায় সকল শিক্ষার্থীকে টিকা দিতে পেরেছি এটা আমাদের একটা বড় সফলতা।
কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাজাহান বলেন, শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়া কলেজের নিজস্ব ওয়েবসাইটে টিকা গ্রহণের সকল তথ্য জানানো হয়েছে। তারপরও যদি কেউ না জেনে নির্ধারিত সময়ে টিকা নিতে না পারেন তবে নভেম্বরের ২৫ তারিখের মধ্যে এসে আবেদন করে টিকা নিতে পারবেন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন জানান, সবাই ফাইজারের টিকা নেবেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে আপাতত ১০ টি বুথ থেকে পরীক্ষার্থীরা টিকা নেবেন। প্রয়োজনে তা বাড়ানো হবে।
উল্লেখ্য, কুমিল্লার ১৫৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪১ হাজার এইচএসসি পরীক্ষার্থী পাবেন করোনার টিকা। আজ থেকে ৮ দিনের এ কর্মসূচির প্রথম দিন শেষ হয়েছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১০৫১ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat