×
ব্রেকিং নিউজ :
প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন তাপপ্রবাহে টুঙ্গিপাড়ায় প্রশান্তির নীড় ‘কৃষক সেড’ দিনাজপুরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয় : গণপূর্ত মন্ত্রী ঢাকা-ব্যাংকক রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শেরেবাংলার অসীম মমত্ববোধ, কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : শেখ হাসিনা
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালকসহ তিন জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পাঠাও চালক রফিকুল ইসলাম সুমন (৪০), কাজল আক্তার (৩৫) ও মোটর সাইকেল চালক মো. খাদেমুল ইসলাম ওরফে সবুজ (৩০)।
নিহত কাজল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপয়সা গ্রামের মৃত আব্দুল বারেকের পুএ। সবুজ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার জহুরী গ্রামের মো. নুরুল ইসলামের ও সুমন পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামের নুরুল ইসলামের পুএ।
দুর্ঘটনার পর সিমেন্টের মিক্সার মেশিন ট্রাক চালককে পুলিশ আটক করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএমপি’র উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস এ সব তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার দিবাগত রাতে রাজধানীর বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে এবং শাহবাগ থানার আব্দুল গনি রোড শিক্ষা ভবনের সামনে এই দ্র্ঘুটনা ঘটে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক জুয়েল মিয়া জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে গাড়ির চাপায় দুই মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
এসআই জুয়েল মিয়া আরও জানান, ঘটনাস্থল থেকে তাদের দু’জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে,শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. কামাল উদ্দিন জানান, বুধবার দিবাগত রাতে মোটর সাইকেল চালিয়ে শিক্ষা ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় সিমেন্টের মিক্সার মেশিন গাড়িটি সবুজের মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি পড়ে গেলে ওই গাড়ির চাকার নিচে তার মাথা পৃষ্ট হয়। সেখান থেকে তাকে দ্রুত উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হলে রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম বলেন, সবুজের মিরপুরে ইলেকট্রনিক্সের ব্যবসা রয়েছে। তিনি মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন।
এসআই মো. কামাল আরও জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
এ ব্যাপারে বিমানবন্দর ও শাহবাগ থানায় পৃথক মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat