×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কুইক রেসপন্স টিম চান সিটি মেয়র চুয়াডাঙ্গায় আম সংগ্রহের সময়কাল আগামী ১৬ মে থেকে শুরু চাঁদপুরের দুই উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ গোপালগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা নাটোরের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগির সংখ্যা বাড়ছে : অর্থ প্রতিমন্ত্রী কারো মদদে বিএনপি চাঙ্গা হয়ে যাবে সে পরিস্থিতি তাদের নেই: ওবায়দুল কাদের ভোলায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা সাম্প্রদায়িকতা ও কূপমন্ডুকতা রুখতে দরকার দেশব্যাপী সাংস্কৃতিক গণজাগরণ : পররাষ্ট্রমন্ত্রী এলএএনপিএসি’র সিম্পোজিয়ামে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান
  • প্রকাশিত : ২০১৭-০২-২৭
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয়ার্ধের পর মাত্র ছয় মিনিটের ঝড়ে টালমাটাল হয়ে পড়ে রিয়াল-শিবির
সিনিয়র ব্যবস্থাপনা সম্পাদক  শামসুল হক মিলন : বড্ড বাঁচা বেঁচে গেল রিয়াল মাদ্রিদ।। তবে ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও আলভারো মোরাতার গোলে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে জিদান বাহিনী। এই জয়ে বার্সা ও সেভিয়াকে হটিয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। এর আগে ভিসেন্তে কালাদরেনে ৮৬তম মিনিটে লিওনেল মেসির দারুণ গোলে জয় পাওয়া বার্সা উঠেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। কয়েক ঘণ্টা পরেই চিরপ্রতিদ্বন্দ্বীদের সরিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করলেন রোনালদোরা। রোববার রাতে ভিলারিয়ালের মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধটা ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটেই রিয়ালের জালে দুই গোল দিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে স্বাগতিকরা। তবে ৬৪ মিনিটে বেল, ১০ মিনিট পর রোনালদো ও ৮৩তম মিনিটে মোরাতার গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ভিলারিয়াল। ম্যাচের ১১তম মিনিটে মারিও গাসপেরের দারুণ শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। আক্রমণ করেছিল রিয়াল মাদ্রিদও। বেনজমা বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি। গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুদল।দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারত রিয়াল। তবে রোনালদো ও বেনজেমার সামনে বাধা হয়ে দাঁড়ান ভিলারিয়াল গোলরক্ষক। তবে ৫০তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। দারুণ এক হাফ ভলিতে নাভাসকে পরাস্ত করেন মুনোস। এর ছয় মিনিট পর আবার গোল পায় ভিলারিয়াল। ব্রুনোর পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন বাকাম্বু।  ৬১তম মিনিটে রোনালদোর শট গোল পোস্টে লেগে ফিরে এলে রিয়ালের হতাশা বাড়ে। তবে ৬৪তম মিনিটে গোল করে ব্যবধানটা কমান গ্যারেথ বেল। কারবাহালের ক্রসে হেড করে ভিলারিয়ালের জাল কাঁপান এই তারকা ফুটবলার। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ৮৩তম মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোল করেন মোরাতা। মার্সেলোর ক্রসে হেড করে ভিলারিয়ালের জাল কাঁপান তিনি। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল রিয়াল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat