×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কুইক রেসপন্স টিম চান সিটি মেয়র চুয়াডাঙ্গায় আম সংগ্রহের সময়কাল আগামী ১৬ মে থেকে শুরু চাঁদপুরের দুই উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ গোপালগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা নাটোরের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগির সংখ্যা বাড়ছে : অর্থ প্রতিমন্ত্রী কারো মদদে বিএনপি চাঙ্গা হয়ে যাবে সে পরিস্থিতি তাদের নেই: ওবায়দুল কাদের ভোলায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা সাম্প্রদায়িকতা ও কূপমন্ডুকতা রুখতে দরকার দেশব্যাপী সাংস্কৃতিক গণজাগরণ : পররাষ্ট্রমন্ত্রী এলএএনপিএসি’র সিম্পোজিয়ামে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান
  • প্রকাশিত : ২০১৭-০২-২৭
  • ৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের কারগিল যুদ্ধে নিহত সেনাসদস্য ক্যাপ্টেন মানদিপ সিংয়ের মেয়ে গুরমেহের কাউরকে,ধর্ষণের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কারগিল যুদ্ধে নিহত সেনাসদস্য ক্যাপ্টেন মানদিপ সিংয়ের মেয়ে গুরমেহের কাউর; পড়ছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি তিনি ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির অঙ্গসংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদের (এভিবিপি) বিরুদ্ধে সরব হয়েছিলেন। জবারে গুরমেহেরকে ‘ধর্ষণের হুমকি’ দেওয়া হয়েছে। রোববার একটি প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে গুরমেহের বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে। আমি মনে করি, এটা খুবই ভয়ংকর, যখন কেউ আপনাকে নাশকতা বা হত্যার হুমকি দেয়।’এভিবিপিকে উদ্দেশ করে গুরমেহের বলেন, ‘জাতীয়তাবাদের নামে ধর্ষণের হুমকি দেওয়া ঠিক না।’খবরটি পৌঁছায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছেও। অন্যদের মতো সহানুভূতি জানান তিনিও। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘এটা শুনে রাখেন। এটা বিজেপি। তারা আমাদের দেশ ধ্বংস করে দেবে। তাদের গুণ্ডাবাজির বিরুদ্ধে সবার সোচ্চার হতে হবে।’গত বৃহস্পতিবার দিল্লি ইউনিভার্সিটির রামজাস কলেজে বামপন্থীদের ছাত্রসংগঠন এআইএসএ ও এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। কলেজে একটি সেমিনারে উমার খালিদ ও শেহলা রসিদ নামের দুই শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে ওই সংঘর্ষ বাধে। পরে সেমিনারটি প্রত্যাহার করা হয়।ওই সংঘর্ষের পর গুরমেহের তাঁর ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করেন। ওই ছবিতে তাঁকে একটি প্ল্যাকার্ড হাতে দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি এবিভিপিকে ভয় পাই না। আমি একা নই। ভারতের প্রত্যেক শিক্ষার্থী আমার সঙ্গে আছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat