×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২১-০৩-১২
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, এ বছরের মধ্যে রেলওয়ের ৫০টি স্টেশন সংস্কার ও আধুনিক করা হবে।
রেলপথ মন্ত্রী আজ রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় তিনটি রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলওয়েকে অধিক গুরুত্ব দিয়েছে। রেলকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলওয়েতে এখন অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে যেগুলো বাস্তবায়িত হলে রেলের আমূল পরিবর্তন ঘটবে।
তিনি কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ, খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পসহ অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান রয়েছে।
তিনি জানান, সারাদেশের রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার জন্য কাজ চলছে। পর্যায়ক্রমে সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে রূপান্তরিত করা হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করে মন্ত্রী এখানকার স্টেশনকে আধুনিক এবং সকল সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন। ভারত, ভুটান এবং নেপালের সঙ্গে রেল যোগাযোগের ক্ষেত্রে এ লাইন খুবই গুরুত্বপূর্ণ। কাজেই এই স্টেশনের সকল সুবিধা বৃদ্ধির মাধ্যমে এসব দেশের সঙ্গে পণ্য পরিবহনের সুযোগ আরো বৃদ্ধি করার জন্য সকল কার্যক্রম নেওয়া হবে বলে মন্ত্রী এ সময় ঘোষণা দেন।
পরে মন্ত্রী রাজশাহী কোর্ট স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রেলপথ মন্ত্রণালওয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat