×
ব্রেকিং নিউজ :
ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অংশ : প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক ঝালকাঠিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান গোপালগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক : পররাষ্ট্রমন্ত্রী বাঙ্গালির আত্মপরিচয় বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক : স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় : ভূমিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-২৬
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী পহেলা মে’র মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণরুপে প্রত্যাহার করার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সেনা সরানো কঠিন হয়ে যাবে। এমনকি আরো এক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। আজ শুক্রবার (২৬ মার্চ) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পহেলা মে’র সময়সীমার মধ্যে আফগানিস্তান থেকে সেনাদের প্রত্যাহার করা কঠিন হয়ে যাবে। তবে আগামী বছরও যে সৈন্যরা সেখানে থাকবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, এমনটা সম্ভব কিনা যে আগামী বছরও সেনারা আফগানিস্তানে থাকবে? জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি ঠিক ছবি আঁকতে পারি না। এটি হচ্ছে ঘটনা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বর্তমানে ইউরোপ সফরে আছেন উল্লেখ করে তিনি বলেন, সেখানে তিনি মিত্র রাষ্ট্রদের সঙ্গে আফগানিস্তানে সেনা উপস্থিতির বিষয়টি নিয়েও বৈঠক করছেন। যদি আমরা সেনা প্রত্যাহার করি তাহলে নিরাপদ ও সুশৃঙ্খল উপায়ে এটি করবো।
জো বাইডেনের মন্তব্যটি এমন সময়ে এলো যখন তালেবান ও আফগান সরকারের মধ্যকার শান্তি আলোচনা পুনরায় শুরু এবং নির্ধারিত সময়সীমার (১ মে) মধ্যে শেষ করার জন্য তাদেরকে আন্তর্জাতিকভাবে ক্রমাগত চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই সময়সীমা নির্ধারণ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি একটি চুক্তিও করেন। সেখানে বলা হয়, তালেবান ও আফগান সরকার যদি তাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধের অবসান ঘটায় তাহলে অঞ্চলটি থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সেই অনুযায়ী নিজ শাসনামলের শেষ দিকে কিছু সৈন্য সরিয়ে নেন সাবেক প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat