×
ব্রেকিং নিউজ :
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন : মেয়র তাপস ভোলায় মহান মে দিবস পালন রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন চুয়াডাঙ্গায় আজ দুপুরে ৪০.৭ ডিগ্রিতাপমাত্রা রেকর্ড গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮ মিল্টন সমাদ্দার গ্রেপ্তার জাতির পিতার সমাধিতে রাজউক চেয়ারম্যানের শ্রদ্ধা সিলেটের আদালত পাড়ায় ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমেই আওয়ামী লীগের জন্ম : শেখ পরশ
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার সদর উপজেলায় আজ চারটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে মোট সাতকোটি ২১ লাখ ৬৫ হাজার ৪৪২ টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে এসব প্রকল্প।
আজ বুধবার এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।বুধবার দুপুর ২টার দিকে ৯২ লাখ ৫৩ হাজার ৪৩০ টাকা ব্যয়ে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী বাজার থেকে হালির মোড় পর্যন্ত এক দশমিক ৬০ কিলোমিটার পাকা সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়।এ উপলক্ষে পলাশবাড়ী বাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, এলজিইডি’র নির্বাহী প্রকৗশলী সুজন কুমার কর প্রমুখ।এরআগে বুধবার সকালে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর লক্ষ্মীচাপ ইউনিয়নে ককই উচ্চবিদ্যালয় সড়কে চারকোটি ৭৮ লাখ ৬৭ হাজার ২৬২ টাকা ব্যয়ে বুড়িখোড়া নদীর ওপর ৬০ মিটার দৈর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মান, ৭৬ লাখ ৪৪ হাজার ৮৩০ টাকা ব্যয়ে একই ইউনিয়নের পূর্ব ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের চারতলা ভিত্তির দ্বিতল ভবন নির্মান, বিকালে ৭৩ লাখ ৯৯ হাজার ৯২০ টাকা ব্যয়ে পৌর শহরের কুখাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তির দ্বিতল ভবনের নির্মান কাজ উদ্বোধন করেন।নীলফামারীতে এলজিইডির সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়-৩ প্রকল্পের (আইআরআইডিপি-৩)’ আওতায় বাস্তবায়িত ওই চারটি উন্নয়ন কাজে মোট ব্যয় হবে সাতকোটি ২১ লাখ ৬৫ হাজার ৪৪২ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat