×
ব্রেকিং নিউজ :
ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অংশ : প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক ঝালকাঠিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান গোপালগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক : পররাষ্ট্রমন্ত্রী বাঙ্গালির আত্মপরিচয় বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক : স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় : ভূমিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২১
  • ৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো জসিম উদ্দিন আজ দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে শীর্ষ স্প্যানিশ বাণিজ্য সংস্থার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ। অতএব, স্প্যানিশ শীর্ষ বাণিজ্য সংস্থার সঙ্গে এফবিসিসিআই’র একটি সমঝোতা স্মারক থাকলে ব্যবসায়িক তথ্য বিনিময় সহজতর হবে।’আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই সভাপতি বাংলাদেশে এফবিসিসিআই কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাসের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন।ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনেতেজ সালাস তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বাণিজ্য বৃদ্ধির বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও মাত্র হাতে গোনা কয়েকটি স্প্যানিশ কোম্পানিই বাংলাদেশে ব্যবসা করছে।
তিনি বলেন, ‘এই পরিমাণ আরও বাড়ানো সম্ভব। কিন্তু তার জন্য বাংলাদেশকে স্প্যানিশ উদ্যোক্তাদের কাছে পরিচয় করিয়ে দিতে হবে।’তিনি বলেন, স্পেন বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ২০১৮ সালে একটি বাণিজ্যিক শাখা খুলেছে।
জসিম উদ্দিন বলেন, শিগগিরই স্প্যানিশ দূতাবাসে একটি খসড়া সমঝোতা স্মারক পাঠানো হবে।তিনি বলেন, বাংলাদেশ বিদেশী বিনিয়োাগকারীদের জন্য শুধু রপ্তানির লক্ষ্যে নয়, বিশাল দেশীয় বাজারের জন্যও একটি আকর্ষণীয় গন্তব্য।দেশজুড়ে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা ঘোষণা করে এফবিসিসিআই সভাপতি বলেন, চীন, জাপান, কোরিয়া ও ভারতের মতো স্পেনও কারখানা স্থাপনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat