×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন গণপূর্ত মন্ত্রী বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব অস্ট্রিয়ার আর অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে : পররাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সম্পর্কে মিথ্যাচারের অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মানহানি মামলা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : ডেপুটি স্পীকার স্কুল-মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ভোট কেন্দ্রে থাকবে সর্বোচ্চ সংখ্যক পুলিশ-আনসার, প্রতি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট ভূমি খাতে রাজস্ব বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ ভূমিমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা ব্যাপক : এডিবি আবাসিক প্রধান
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর  সক্ষম ব্যক্তিদের আয় বৃদ্ধিতে সহায়তা দিতে সরকার পেশা ভিত্তিক  প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও ঋন প্রদান কর্মসূচি বাস্তবায়ন করেছে।  
প্রতিমন্ত্রী আজ জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী সফট স্কীল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেলে, কামার, কুমার, হিজড়া, বেদে, প্রতিবন্ধীসহ সমাজের অসচ্ছল  এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়ে বিভিন্ন ভাতা, অনুদান, খাদ্য সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং  প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদ হিসেবে তৈরি করছে। ফলে বাংলাদেশ বিভিন্ন  সামাজিক সূচকে ঈর্ষনীয়  অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিমন্ত্রী  সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরকে  ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী  কাঁশা শিল্পে নিয়োজিত ব্যক্তিদের আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করে তুলতে এবং  উৎপাদন খরচ কমিয়ে এ শিল্পের পণ্য সামগ্রীকে সাধারণ ক্রেতাদের কাছে সুলভমুল্যে বিক্রির লক্ষ্যে  প্রয়োজনীয়  প্রশিক্ষণ প্রদানের আহবান জানান।
জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ  উদ্বোধনী অনুষ্ঠানে  আরও বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের শেখ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,  সদর ইউনিয়নের  চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী (শাহিন), পৌর আওয়ামী লীগের সভাপতি অংকন কর্মকার, প্রশিক্ষণার্থী  কামার শিল্পী নারায়ণ কর্মকার, অখিল চন্দ্র কর্মকার ও কুমার শিল্পী হারাধন পাল।
এরআগে ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর মো. ফরিদুল হক খান দুলাল  অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য  প্রশাসন আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের বুস্টার ডোজের উদ্বোধন করেন।
এ ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী  আজ বিকেলে ইসলামপুর উপজেলার  গোয়ালেরচর ইউনিয়নের আকন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, গোয়ালেরচর মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, গোয়ালের চর কাছিমারচর বাজার রাস্তার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat