×
ব্রেকিং নিউজ :
ভূমি খাতে রাজস্ব বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ ভূমিমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা ব্যাপক : এডিবি আবাসিক প্রধান উন্নয়নের রোল মডেল হিসেবে ইতিহাসে শেখ হাসিনার নাম লেখা থাকবে : ধর্মমন্ত্রী অসংক্রামক রোগের প্রকোপ নিয়ন্ত্রণে বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবী বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী চীন : কৃষিমন্ত্রী ঝালকাঠিতে শুরু হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল ওষুধের মূল্যবৃদ্ধি রোধকল্পে ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের তাবদাহ আরো বাড়তে পারে
  • প্রকাশিত : ২০২২-০৩-২৫
  • ৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডাঃ এস এ মালেক রচিত ‘স্ট্রীম অব থটস’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে প্রকাশনা উৎসব কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ শফিকুর রহমান এমপি, পরিষদের সাধারণ সম্পাদক আ ব ম ফারুক, অধ্যাপক অসীম সরকার, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লালটু প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ইতিহাসের সত্য সঠিকভাবে তুলে ধরা না হলে মিথ্যা ও বিকৃত ইতিহাস জায়গা করে নেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর বাঙালির সমৃদ্ধ ও গৌরব গাঁথা ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এর বিরুদ্ধে যারা কলম ধরে প্রকৃত ইতিহাস ও বস্তুনিষ্ঠ তথ্যকে সামনে নিয়ে এসেছেন তাদেরই একজন ডা. এস এ মালেক। তাঁর লিখিত ‘স্ট্রীম অব থটস’ গ্রন্থের তিন খন্ড পাঠ করলে মনে হবে এ যেন ইতিহাসের প্রকৃত সত্য, বস্তুনিষ্ঠ তথ্য ও বিশ্লেষণ দ্বারা রচিত এক অনন্য দলিল।
বক্তারা আরও বলেন, ডা. এস এ মালেক দীর্ঘ প্রায় সাত দশক ধরে শুধু ইতিহাসের একজন পর্যবেক্ষকই নন, তিনি একজন সক্রিয় রাজনীতিক এবং খ্যাতিমান চিকিৎসক। দেশ মাতৃকার জন্য যুদ্ধ করেছেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যূদয়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর সে কারণে ‘ষ্ট্রীম অব থটস’ গ্রন্থের নিবন্ধগুলোতে খুঁজে পাওয়া যাবে লেখকের বাস্তব অভিজ্ঞতাধর্মী বিশ্লেষণ, যা তিনি যৌক্তিক এবং বিশ্বাসযোগ্যভাবে পাঠকদের কাছে উপস্থাপন করেছেন।
বক্তারা বলেন, গ্রন্থ তিনটিতে রয়েছে ব্রিটিশ ভারতের রাজনীতি, পাকিস্তানি শাসকদের বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র ও ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলন, বঙ্গবন্ধুর বিচক্ষণ ও কৌশলী নেতৃত্বে ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলন ধাপে ধাপে স্বাধীনতার আন্দোলনে পরিণত হওয়া, ছয় দফা ঘোষণার গুরুত্ব ও প্রেক্ষাপট, উনসত্তরের গণঅভ্যূত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে নানা বিশ্লেষণ। রয়েছে স্বাধীন দেশে বঙ্গবন্ধুর দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনার নীতি, কৌশল, কূটনীতি ও সুপরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমের বিশ্লেষণ।অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্ট্রিম অব থটস গ্রন্থের তিনে খন্ডের মোড়ক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat