×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২২-০৫-০৬
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আাসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত স্মরণে সিলেট সদর বাসির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় টুকেরবাজার জাঙ্গাইলস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট সদর বাসির উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন। সভায় বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য, সিলেট তথা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সফল রূপকার মরহুম আবুল মাল আবদুল মুহিতের অবদান ও স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সিলেট সদরের টুকেরবাজার এলাকায় ত্রিমুখি পয়েন্টকে আবুল মাল আবদুল মুহিতের নামে ‘এ এম এ মুহিত চত্বর’ ঘোষণার দাবি জানিয়েছেন সিলেট সদরের সর্বস্তরের জনগণ। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে অবিলম্বে তা বাস্তবায়নের দাবি জানান। সভায় এ এম এ মুহিতের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন,আবুল মাল মুহিত ২০০১ সালে সরাসরি রাজনীতিতে আসার পর দুর্দিনে-সুদিনে সর্বত্রে তার সরব উপস্থিতি ছিল প্রশংসনী। ,তিনি যেমনি ছিলেন কর্মী বান্ধন তেমনি ছিলেন জনবান্ধব একজন বিশ্বস্ত সর্বজন শ্রদ্ধেয় নেতা। টানা ১০ বছরে তার মেধা ও যোগ্যতা দিয়ে সমগ্র বাংলাদশের বৈপ্লবিক উন্নয়ন তরান্বিত করার পাশাপাশি তার সুযোগ্য নেতৃত্বে সিলেট সদরে ঐতিহাসিক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে তিনি সর্বত্র আলোকিত করেছেন। এছাড়াও তিনি সারাটি জীবন দেশপ্রেমকে বুকে ধারন করে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদন করে গেছেন। তার অবদান দলমত নির্বিশেষে সিলেট সদও বাসি কৃতজ্ঞচিত্তে আজীবন স্মরণ রাখবে বলে তারা মন্তব্য করেন। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট নুরে আলম সিরাজি, দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আহলে সুন্নতওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিন আল কাদরি। এতে মহান আল্লাহর কাছে মরহুমের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল,উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহানুর,বিশিষ্ট সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ প্রমুখ। উল্লেখ্য আবুল মাল আবদুল মুহিত গত ২৯ এপ্রিল দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বর্ষীয়ান এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮৮ বছর।
বিশিষ্ট অর্থনীতিবিদ এ এম এ মুহিত ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একাধারে লেখক, কূটনীতিক ও গবেষক হিসেবেও বিশেষভাবে পরিচিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat