×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২২-০৯-১৫
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের ব্যাটার রবিন উথাপ্পা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ^কাপ প্রথম আসরে চ্যাম্পিয়ন ভারতের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 
গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী উথাপ্পা। এই ঘোষনার মাধ্যমে  ২০ বছরের ক্যারিয়ারের ইতি ঘটলো উথাপ্পার।
টুইটে নিজের অবসরের কথা জানাতে গিয়ে উথাপ্পা লিখেন, ‘আমার রাজ্য কর্নাটক ও দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সব থেকে বড় সম্মানের। সব ভালরই একটা শেষ আছে। কৃতজ্ঞতার সাথে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।’
২০০৬ সালে ভারতের হয়ে ওয়ানডে দিয়ে অভিষেক হয় উথাপ্পার। পরের বছর ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলেন উথাপ্পা। বিশ^কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচেই ৩৯ বলে ৫০ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। 
আসরে  ব্যাট হাতে ৬ ইনিংসে ১১৩ রান করেছিলেন উথাপ্পা। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জিতে ভারত। 
২০১৫ সালে ভারতের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন উথাপ্পা। দেশের হয়ে ১৩টি টি-টোয়েন্টিতে ১টি হাফ-সেঞ্চুরিতে ২৪৯ রান করেন তিনি। ভারতের হয়ে ৪৬টি ওয়ানডে খেলেছেন উথাপ্পা। ৬টি হাফ-সেঞ্চুরিতে ৯৩৪ রান করেন তিনি। 
২০০৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা শুরু করেন উথাপ্পা। আইপিএলে দু’বার ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন  তিনি । ২০১৪ সালে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জিতেছেন এই ডান-হাতি ব্যাটার।
আইপিএলে ২০৫টি ম্যাচ খেলে ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৫২ রান করেন উথাপ্পা। প্রতিযোগিতায় এ পর্যন্ত  সর্বোচ্চ  রান করা ব্যাটারদের তালিকায় নবম স্থানে আছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat