×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করবে সিএমপি ও চসিক চাঁদপুরের চরাঞ্চলের নির্বাচনী এলাকায় কোস্টগার্ডের মহড়া জয়পুরহাটে ভ্যান চালক আবু সালাম হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড নওগাঁর ৩টি উপজেলার নির্বাচন আগামীকাল গাজার দিকে রাফাহ ক্রসিং-এ ‘অপারেশনাল কন্ট্রোল’ নিয়েছে ইসরায়েল বাহিনী মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও সাড়াদানে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী বারি পরিদর্শনে চীনের আনহুই একাডেমি প্রতিনিধি দল থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির বর্তমান সরকারের আমলে কোন শিশুই অবহেলিত থাকবে না: ডেপুটি স্পিকার কাল হজ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলায় এক গৃহবধুকে ধর্ষণের দায়ে দু’জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান আজ বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন,বুধবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শরীফউদ্দীন আহম্মেদ এই রায় ঘোষনা করেন।
দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি তৈয়বা বেগম জানান, ২০২০ সালের ২০ নভেম্বর বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের রায়হান ইসলামের স্ত্রী পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে রাগ করে বাবার বাড়ি রওনা দেয়। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের মোকলেছুর রহমানের পুত্র সাগর মিয়া (৩০) তার সহযোগী অপর আসামী একই গ্রামের হানিফ হাজীর পুত্র বুদু মিয়া (৩২) ফুলবাড়ী উপজেলার জলেস্বরী গ্রামের একটি নদীর পাড়ে ওই গৃহবধুকে পালঅক্রমে ধর্ষণ করে।
পরে ওই গৃহবধুকে ঘটনাস্থলে ফেলে রেখে তারা পালিয়ে যায়। গৃহবধুকে পথচারীরা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার পরদিন ২১ নভেম্বর বিকেলে ওই গৃহবধু বাদী হয়ে ফুলবাড়ী থানায় সাগর ও বুদু মিয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলাটি ফুলবাড়ী থানায় এসআই আলামিন হোসেন তদন্ত করে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি সাগর ও বুদুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় বাদী পক্ষে ৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারক আসামীদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat