×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় ঝুলন্ত অবস্থায় গৃহবধুর মরদেহ উদ্ধার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কার্যক্রম শুরু জয়পুরহাটে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড গোপালগঞ্জ সদর উপজেলায় ২১২ প্রাণির ভ্যাক্সিনেশন প্রয়োগ ভোলায় ৭ হাজার ৭২৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে উচ্চপর্যায়ের কমিটি হাইকোর্টের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমুহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে : পরিবেশমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন গণপূর্ত মন্ত্রী বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব অস্ট্রিয়ার
  • প্রকাশিত : ২০২৩-০১-১৩
  • ৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ছিন্নমূল মানুষসহ সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার, এরইমধ্যে হতদরিদ্রদের তালিকা করে ২ শতাংশ জমিসহ ঘর নির্মাণ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান। শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে একটি প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না, প্রধান মন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর মাদারীপুরসহ সারা দেশে পাল্টে যাচ্ছে হতদরিদ্রদের জীবনযাত্রার মান। ছিন্নমূল মানুষদের জন্য বিনামূল্যে নির্মাণ করে দেয়া হয়েছে একটি সবতঘর। সাথে রয়েছে রান্নাঘর, বারান্দা, বাথরুম, সুপেয় পানি ও বিদ্যুতের সুবিধা। সড়ক যোগাযোগে পরিবর্তন আনতে এরইমধ্যে নির্মাণ করা হচ্ছে নতুন রাস্তাও। জমি কেনা যেখানে দুঃস্বপ্ন ছিলো, সেখানে বিনামূল্যে ২ শতাংশ জমিসহ বসতঘর রূপ নিয়েছে বাস্তবে। কুমার নদের পাড়ে নির্মিত এসব ঘরের সামনেই কেউ কেউ নির্মাণ করেছেন ফুল আর ফলের বাগান। জীবনযাত্রার মানের পরিবর্তন হওয়ায় দারুণ খুশি সুবিধাভোগীরা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান আরো বলেন, হতদরিদ্র এসব মানুষকে মাথা গোঁজার ঠাই দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন এইচবিবি প্রকল্পের উপপ্রকল্প পরিচালক আওলাদ হোসেন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনউদ্দিন, জেলা ত্রাণ ও পুনবার্সন কাজী লিয়াকত হোসেন ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমানসহ অনেকেই।
প্রসঙ্গত, সম্প্রতি সদর উপজেলায় ভুমহীনদের সংখ্যা শূন্য ঘোষণা দেয় প্রশাসন। আর ৪ মাস আগে ৪টি আশ্রয়ণ প্রকল্প এলাকায় হতদরিদ্রদের হাতে ঘরে চাবি বুঝিয়ে দেয়া হয়। মাদারীপুর সদর উপজেলায় ২শ’ ১৩টি হতদরিদ্র পরিবার পেয়েছে নতুন ঠিকানা। এ এক একটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭০ হাজার থেকে ২ লাখ ৪০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat