×
ব্রেকিং নিউজ :
দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স : সমাজকল্যাণ মন্ত্রী ৬৪ জেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি উল্লাপাড়ায় জামাত নেতার সাথে ছবি ভাইরালের ঘটনায় সংবাদ সম্মেলন দিনাজপুরে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী জেলহাজতে কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন রাঙ্গামাটিতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন স্কাউটিংয়ের মূল দর্শন, কর্মসূচি ও কার্যক্রমগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান শিক্ষামন্ত্রীর বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৮২৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁর মহাদেবপুরে দ্রুতিগামী  একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির চার জন নিহত হওয়ার ঘটনায় ট্রাকের চালক মোঃ মামুনুর রশীদ (৪০) কে আটক করা হয়েছে।
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ৬জুন ভোর রাতে শহরের নওগাঁ বাসস্ট্যান্ড মোড় এলাকা হতে তাকে আটক করে। আটক মামুনুর রশীদ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রথবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত হওয়া যায় র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ৫জুন দুপুরে নওগাঁ থেকে রাজশাহী অভিমুখে একটি মালবাহী ট্রাক যাচ্ছিল। মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরি বাজার এলাকায় ট্রাকটি পৌঁছলে নওগাঁ গামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ওই সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের গাজী সরদারের ছেলে সিএনজি চালক পাপ্পু সরদার (৪৫), সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে নাজমুল হক (২২), সিরাজগঞ্জ সদরের শাতিকাবাড়ী এলাকার জব্বার চৌধুররীর ছেলে তানভির রহমান (৪২) এবং অজ্ঞাতনামা একজন (৩৫) মারা যান। এ ঘটনায় গুরুত্বর আহতাবস্থায় সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী এলাকার রাকিবুল হাসান নামের একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও দুর্ঘটনার পর পরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ৪জন নিহত মামলার আসামী মামুনুর রশীদকে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এদিন ভোর রাতে জেলার নওগাঁ বাসস্ট্যান্ড মোড় এলাকা হতে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলার মহাদেবপুর থানায় সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক একটি মামলা রুজু হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat