×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ৮৯৯৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসানসহ টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনার পরই এশিয়া কাপের দল  থেকে অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 
তার মতে, টিম ম্যানেজমেন্টের দেওয়া পরিকল্পনা অনুযায়ী এই মুহূর্তে জাতীয় দলের সাথে মানিয়ে নেয়া সম্ভব নয় ৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহর।
সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচনার  বিসয় ছিল মাহমুদুল্লাহর দলে সুযোগ পাওয়ার বিষয়টি।  বিশেষ করে  মাহমুদুল্লাহ ফিটনেস ক্যাম্পে ডাকা পাওয়ায় অনেকেই  ধারনা করিেছলেন  তিনি দলে ফিরছেন।
আজ দল ঘোষনার সময় নান্নু জানান, ‘মাহমুদুল্লাহর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্ট একটা ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছে। ভবিষ্যতে কোন দলের বিপক্ষে এবং কোথায় খেলবে, সব নিয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে। সব বিষয় বিবেচনা করে মাহমুদুল্লাহকে বাদ দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদেও দৃস্টিতে টিম ম্যানেজমেন্টের দেয়া পরিকল্পনাটি ভাল এবং আমরা এটি সমর্থন করেছি। কিভাবে দল চালাতে চান সে বিষয়ে প্রধান কোচের একটা পরিকল্পনা আছে  এবং আমরা অধিনায়কের সাথেও আলোচনা করেছি।’
অনেকেই বাংলাদেশের জার্সিতে মাহমুদুল্লাহ শেষ দেখলেও, বিশ্বকাপের জন্য এই অভিজ্ঞ ব্যাটারকে বিবেচনা করা বলে জানান নান্নু। তিনি বলেন, ‘এটি এশিয়া কাপের দল, বিশ্বকাপের নয়। আমরা টিম ম্যানেজমেন্টের সাথে এশিয়া কাপ নিয়ে আলোচনা করেছি। পেসারের জায়গায় অতিরিক্ত স্পিনার নেয়ার পরিকল্পনা দিয়েছেন  তারা এবং এসব বিবেচনায় আমরা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যখন বিশ্বকাপের জন্য দল ঠিক করবো, তখন আপনাকে জানিয়ে দিবো সেই স্কোয়াডে সে থাকবে কিনা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat