×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৯৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার মেলবোর্নের এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের সাথে উন্নত সমৃদ্ধ স্মার্ট ব্যবস্থা গঠনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর সাথে  আনুষ্ঠানিক সমঝোতা স্বাক্ষরিত হয়েছে ।
আজ অস্ট্রেলিয়ার মেলবোর্নে এন্টারপ্রেনারশিপ কংগ্রেসে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জনে দেশে উদ্যোক্তা বিকাশ ও উন্নয়নে আইডিইবি’র চলমান উদ্যোগকে আরো বেগবান করার লক্ষ্যে যৌথ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে আইডিইবি ও গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের মধ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।
আইডিইবি’র পক্ষে ইনস্টিটিউশনের সভাপতি ও জেন-বাংলাদেশের পরিচালক প্রকৌশলী এ কে এম এ হামিদ এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের পক্ষে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জোনাথন অর্টম্যানস সমঝোতা স্বাক্ষর করেন।  
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আইডিইবি’র রিসার্চ ফেলো প্রকৌশলী মোঃ এনামুল হক ও গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের পলিসি অ্যান্ড রিসার্চ ডিরেক্টর ম্যাট স্মিথ।
উল্লেখ্য, আইডিইবি’র প্রতিনিধিবৃন্দ জেন-বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল এন্টারপ্রেনারশিপ কংগ্রেসে অংশগ্রহণ করেন। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইডিইবি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। আইডিইবি প্রত্যাশা করছে, এ ধরনের যৌথ কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপকভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে যা দেশে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat