×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ৫৬৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির শেষকৃত্য শুক্রবার মস্কোর একটি গির্জায় অনুষ্ঠিত হবে। আর্কটিক কারাগারে আকস্মিক মৃত্যুর দুই সপ্তাহ পর বুধবার তার সহযোগীরা এই ঘোষণা দিয়েছেন।
নাভালনির দল বলেছে, তার মৃত্যুতে সরকার জড়িত থাকার বিষয়টি ‘ধামাচাপা’ এবং জনসাধারণের অংশগ্রহণে শেষকৃত্য রোধ করার প্রচেষ্টা হিসেবে কর্তৃপক্ষ আট দিন যাবত নাভালনির মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তরে করতে বাধা দেয়।
নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেছেন, তিনি আশঙ্কা করছেন, গ্রেপ্তারের ফলে তার স্বামীর শেষকৃত্য ব্যাহত হতে পারে।
ইউরোপীয় পার্লামেন্টে নাভালনায়া বলেন, ‘এটি শান্তিপূর্ণ হবে কি-না বা যারা আমার স্বামীকে বিদায় জানাতে এসেছে তাদের পুলিশ গ্রেপ্তার করবে কিনা তা আমি এখনও নিশ্চিত নই।’
নাভালনির দল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ১ মার্চ দুপুর ২টায় মেরিনোতে মাদার অফ গড কোয়েঞ্চ মাই সরোস গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সবাইকে তিনি নির্ধারিত সময়ের আগেই হাজির হওয়ার আহবান জানিয়েছেন
খ্রিস্টান ধর্ম গ্রহণকারী বিরোধী নেতার লাশ মস্কভা নদীর তীর থেকে অল্প হাঁটা পথ বোরিসভ সমাধিস্থলে সমাহিত করা হবে।
অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করতে ইচ্ছুক একটি গির্জা খুঁজে পাওয়া কঠিন ছিল। দলটি বলেছে, ক্রেমলিন ভয় পেয়েছিল অন্ত্যেষ্টিক্রিয়ায় জনসাধারণের অংশগ্রহণ নাভালনির সমর্থনে বিশাল গণসমাবেশে পরিণত হতে পারে।  
নির্বাসিত মিত্র ইভান ঝদানভ বলেন, ‘আমরা ১ মার্চের জন্য একটি গির্জা এবং একটি হল খুঁজতে শুরু করেছি। সর্বত্র তারা আমাদের কোন সুযোগ দিতে অস্বীকার করেছে। কিছু জায়গায় আমাদের বলা হয়েছে, এটি নিষিদ্ধ করা হয়েছে।’
অন্যান্য মিত্ররা বলেছে, কিছু ক্ষেত্রে নাভালনির নাম শুনে গির্জা ও হলগুলো শেষকৃত্য অনুষ্ঠানের সুযোগ দেয়ার আহবান প্রত্যাখ্যান করেছে।
এতে বলা হয়, ‘নাভালনিকে সমাধিস্ত করা দরকার। তাকে বিদায় জানানোর সুযোগ পেতে হলে আগে থেকে আসা ভালো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat