×
ব্রেকিং নিউজ :
ফ্রেমে ফ্রেমে অপরূপ পঞ্চগড় নীলফামারীতে হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে অর্থ সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে জগদ্ধাত্রী পূজা শুরু নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র গণভোট ও ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব শিশুদের স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও আত্মসচেতনতা সম্পর্কে শেখানো জরুরি : পরিবেশ উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ৩৪৬৫৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে ‘রবি-দৃষ্টি চট্টগ্রাম বিতর্ক প্রতিযোগিতা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চসিক মেয়র।
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের বিতার্কিকরা সবসময় এগিয়ে আছে, এগিয়ে থাকবে। কারণ চট্টগ্রামের মানুষের মধ্যে এমন একটি বিপ্লবী চেতনা কাজ করে, যা তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে ‘রবি-দৃষ্টি চট্টগ্রাম বিতর্ক প্রতিযোগিতা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্ভাবনাময় আগামির প্রত্যয়ে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রামের ৩২টি স্কুল ও সারাদেশের ১৬টি কলেজের শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করেন। জাতীয় সংগীত ও চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী এবং নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

চট্টগ্রামকে একটি প্রাকৃতিক শহর উল্লেখ করে মেয়র ডা. শাহাদাত বলেন, এখানে নদী আছে, সাগর আছে, পাহাড় আছে। এ শহরের মানুষ স্বাধীনচেতা। এ শহরকে ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ সিটি’ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা নগরবাসীর শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করছি। ১ থেকে ১৫ বছর বয়সী সন্তানদের বিনামূল্যে টাইফয়েড টিকা দিচ্ছি। নারীদের ক্যান্সার সচেতনতা তৈরিতেও কাজ করছি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করেছি। অক্টোবর মাসকে ‘পিংক মাস’ হিসেবে ঘোষণা করেছি।

জানুয়ারিতে চট্টগ্রামসহ সারাদেশের স্কুল-কলেজ নিয়ে ‘মেয়র গোল্ডকাপ বিতর্ক প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা দেন ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার বলেন, বাঙালি আর কিছু করতে পারুক বা না পারুক, বিতর্ক করতে পারে। আমরা অনেক ক্ষেত্রে সারাবিশ্বে প্রথম হতে পারিনি। ক্রিকেটে, ফুটবলে সেরা হতে পারিনি। কিন্তু এক জায়গায় আমরা সেরা হতে পেরেছি, আর তা হলো বিতর্ক। এই সফলতার পেছনে কাজ করছে দৃষ্টি চট্টগ্রাম। গত ৩২ বছর ধরে মেধা ও মননে যুক্তিনির্ভর তরুণ প্রজন্ম গড়তে কাজ করছে দৃষ্টি। তোমরাই আগামির ভবিষ্যৎ, তোমরাই নেতৃত্ব দেবে, তোমরাই আগামির বিশ্বচ্যাম্পিয়ন। বাংলাদেশ বিতর্কে ইতোমধ্যে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।

রবি আজিয়াটা লিমিটেডের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স ও সাসটেইনেবিলিটি শরিফ শাহ জামাল রাজ বলেন, রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তরুণ প্রজন্ম শেখে চিন্তা করা, যুক্তি গঠন করা ও ভিন্নমতকে শ্রদ্ধা করা। রবি বিশ্বাস করে, প্রকৃত চিন্তা ও গঠনমূলক আলোচনার মাধ্যমে নাগরিক নেতৃত্ব তৈরি হয়। আগামি দিনের সত্যিকার নেতা তৈরি করতেই রবি সবসময় পাশে থাকবে। যুক্তি, বুদ্ধি ও চিন্তাধারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।

দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, বিতর্ক করা মানে নিজেকে সমৃদ্ধ করা। যুক্তি ও মননচর্চার মাধ্যমে জীবনের প্রতিটি পর্যায়ে নিজেকে এগিয়ে নেওয়া যায়। মেধা ও মননে উন্নতির বড় ভূমিকা রাখে বিতর্ক।

দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাবের শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান ও শিক্ষাবিদ বৃজেট ডায়েস।

প্রসঙ্গত, চট্টগ্রামের সাংগঠনিক বিতর্কের ৩০ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। আগামি বছর ৩১তম বিতর্ক প্রতিযোগিতা সারাদেশব্যাপী আয়োজনের ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat