×
ব্রেকিং নিউজ :
স্বাধীনতার ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম : বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী নীলফামারীতে গোপন বৈঠককালে জামায়াতের তিন নেতা গ্রেপ্তার রবীন্দ্রনাথ বর্তমানে বিশ্বে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে : অর্থ প্রতিমন্ত্রী হাবিবের সেঞ্চুরিতে সুপার লিগের টিকিট পেল গাজী গ্রুপ টাঙ্গাইলে সম্প্রসারিত হয়েছে আদা ও হলুদ চাষের জমি গোপালগঞ্জে ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে বোনা আমন আবাদের লক্ষ্যমাত্রা হালদা থেকে বালু উত্তোলন, ৪ জনের কারাদন্ড নড়াইলে বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প চট্টগ্রামে আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো শুরু হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্বে ‘ক্ষমতাশালী’ ক্রিকেটার বললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেইলর। টেলরের মতে, মাঠে আগ্রাসী অধিনায়ক কোহলি। এমন অধিনায়ক দেখা যায় না। আর মাঠের বাইরে দেশের মুখ হিসেবে সফলভাবে নিজেকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন কোহলি।
সীমিত ওভারের দুই ফরম্যাট ও টেস্ট সিরিজ খেলতে এখন অস্ট্রেলিয়ায় রয়েছে ভারত। সিরিজ শুরুর আগেই টান-টান উত্তেজনা বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। তবে টেস্ট সিরিজের শেষ তিন টেস্টে খেলবেন না কোহলি। তাতে অনেকেই হতাশ। সকলের প্রত্যাশা ছিল কোহলির উপস্থিতিতে প্রতিন্দ্বন্দিপূর্ণ সিরিজের। কিন্তু তাতে এখন ভাটা পড়েছে। তবে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান কোহলির বন্দনায় ঠিকই মেতে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে টেলর বলেন, ‘বিশ্ব ক্রিকেটে কোহলি একজন অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তিত্ব। মাঠে আগ্রাসী নেতৃত্ব দেয়। আবার মাঠের বাইরেও ঠিক ভাবে দেশের প্রতিনিধিত্ব করে। এই দু’টি ভূমিকা দক্ষতার সাথে পালন করছেন কোহলি।’
সদ্যই কোহলিকে অন্য পাঁচ ক্রিকেটারের মত বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পাইন। পাইনের ওমন মন্তব্যের সাথে একমত নন টেইলর। তিনি বলেন, ‘অন্যান্য ক্রিকেটার থেকে অনেক আলাদা কোহলি। বিশ্ব ক্রিকেটকে শাসন করার ক্ষমতাতেই তা প্রকাশ পাচ্ছে। তাকে নিয়ে প্রতিপক্ষকে ভাবতে হয়, অনেক পরিকল্পনা করতে হয়। বেশিরভাগ সময়ই সেসব পরিকল্পনা অনায়াসে ভেস্তে দিয়েছেন কোহলি।’
টেস্ট সিরিজে কোহলির খেলা মিস করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন টেইলর। তিনি বলেন, ‘এটি খুবই হতাশার কোহলি টেস্ট সিরিজে থাকবে না। সে থাকলে সিরিজটি অনেক বেশি উত্তেজনা ছড়াতো। তবে সবকিছুর উর্ধ্বে পরিবার। প্রথম বাবা হওয়ার অনুভূতি যেকোন কিছুর নয়। কোহলির জন্য অগ্রিম শুভেচ্ছা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat