×
ব্রেকিং নিউজ :
অর্থ আত্মসাতের মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২ জুন ব্যবসা-বাণিজ্য সহজীকরণে লজিস্টিক্স নীতি জাতীয় দলিল হয়ে থাকবে : শিল্পমন্ত্রী উচ্চশিক্ষা খাত এগিয়ে নিতে ডিজিটাইজেশন গুরুত্বপূর্ণ : ইউজিসি চেয়ারম্যান উদ্বৃত্ত উৎপাদন সত্ত্বেও সংরক্ষণাগারের অভাবে পেঁয়াজ আমদানি করতে হয় : কৃষিমন্ত্রী ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে মৃত ৮ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: ওবায়দুল কাদের জাতির পিতার সমাধিতে আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতির শ্রদ্ধা আগামীতে পলিশ বিহীন চাল বাজারজাত করতে মিলারদের উদ্বুদ্ধ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী সুনাগরিক হিসেবে গড়ে উঠতে স্কাউট শিক্ষার গুরুত্ব অপরিসীম : সিমিন রাশিয়া উচ্চ শিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করবে
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্য নিয়ে বাংলাদেশ-নেপাল যৌথ বিশেষজ্ঞ কমিটির ৬ষ্ঠ সভা আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। দু’দেশের অভিজ্ঞ কমিটি যৌথভাবে দক্ষিণ এশিয়ার বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।
দুই দিনব্যাপী এই সভায় দশ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পানি সম্পদ মন্ত্রালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, যৌথ নদী কমিশনের সদস্য মাহমুদুর রহমান, উপসচিব তৌফিকুল ইসলাম, মো. নাজমুল ইসলাম ভূইয়া, উপ-পরিচালক মো. মাশহুদুল কবীর, প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) শ্যামল চন্দ্র দাশ, সিনিয়র সহকারী সচিব এসএম আজহারুল ইসলাম, যৌথ নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী মো. রিয়াদুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিনিধি।
বিশেষজ্ঞদের এই সভার প্রথম দিন আজ ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে। এতে বলা হয়েছে, পানি সমস্যার সুষ্ঠু সমাধানসহ বন্যায় ক্ষয়ক্ষতি প্রশমিত করতে যৌথ অধ্যয়ন, গবেষণা ও তদন্ত পরিচালনার ক্ষেত্রে কাজ করবে বিশেষজ্ঞ কমিটি।
উল্লেখ্য, নেপাল সরকারের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী পাম্পা ভুসালে নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ২৫-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করেন। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল গত ২৬ এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাথে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সেচ প্রকল্পের বিষয়ে উপস্থাপন করা হয় এবং নেপাল পক্ষ থেকে যৌথ বিশেষজ্ঞ কমিটির করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
ইতোপূর্বে যৌথ বিশেষজ্ঞ কমিটির ৫টি সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত ২৬-২৯ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে যৌথ বিশেষজ্ঞ কমিটির ৫ম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। আজ এরই ধারাবাহিকতায় নেপাল সরকারের উদ্যোগে কাঠমুন্ডুর হোটেল এভারেস্টে এই ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat