×
ব্রেকিং নিউজ :
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন : মেয়র তাপস ভোলায় মহান মে দিবস পালন রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন চুয়াডাঙ্গায় আজ দুপুরে ৪০.৭ ডিগ্রিতাপমাত্রা রেকর্ড গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮ মিল্টন সমাদ্দার গ্রেপ্তার জাতির পিতার সমাধিতে রাজউক চেয়ারম্যানের শ্রদ্ধা সিলেটের আদালত পাড়ায় ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমেই আওয়ামী লীগের জন্ম : শেখ পরশ
  • প্রকাশিত : ২০২১-০৭-৩১
  • ৪০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার পর প্রবাসে বসবাসরত বাঙ্গালি নেতৃবৃন্দ বিদেশে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে যে অসামান্য অবদান রাখেন তা বাঙ্গালি জাতি কখনো ভুলতে পারবেনা।
তিনি বলেন, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর জনমত স্বাধীনতার পক্ষে আসে। এতে আমাদের স্বাধীনতা অর্জন তরান্বিত হয় এবং স্বাধীনতার পরপরই অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দান করে।
শাহাব উদ্দিন শুক্রবার বিকেলে ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটে স্থাপিত বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গার্ডেন অব পিস কবরস্থানে অবস্থিত প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি প্রয়াত উস্তার আলীর কবর জিয়ারত শেষে উপস্থিত স্থানীয় বাঙ্গালি কমিউনিটির সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, প্রবাসে মুক্তিযুদ্ধের এই সংগঠকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাদের বীর মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি প্রদান করেছে। শুধু জাতীয়ভাবেই নয়, ব্যক্তি পর্যায়েও তাদের এই অবদান আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।
পরিবেশমন্ত্রী প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি, দেশের এবং এলাকার মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়া প্রয়াত উস্তার আলীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, জুড়ী ও বড়লেখার প্রবাসী নাগরিকরাসহ প্রয়াত উস্তার আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat